ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত, দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত: ০৫:১৫, ১৬ নভেম্বর ২০১৬

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত, দুর্ধর্ষ ডাকাতি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে চারতলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রামপুরায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় মুখোশধারী ডাকাতদের গুলিতে ব্যবসায়ীর ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। এদিকে ধানম-িতে সড়ক মেরামতের সময় পিচ বহনকারী গাড়ির চাকা বিস্ফোরণে গরম পিচ গায়ে ছিটকে পড়ে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে ভবন থেকে পড়ে হাবিব হোসেন (৩০) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলায়। নিহত হাবিবের সহকর্মী রতন জানান, দুপুর ১টার দিকে মিরপুর-১ নম্বর সেকশনের মনিপুর কাঁঠালতলা এলাকার সুজন সাহেবের চারতলা বাড়িতে রংয়ের কাজ করছিলেন রংমিস্ত্রি হাবিব। কাজ করতে গিয়ে হঠাৎ তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, হাবিবের লাশের ময়নাতদন্তের জন্য বিকেলে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ডাকাতি ॥ রাজধানীর রামপুরার উলন রোডে এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় মুখোশধারী ডাকাতদের গুলিতে নুরুল ইসলাম (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ আহত নূরুল ইসলাম জানান, সোমবার রাত ৮টার দিকে উলন রোডের একটি ভবনের তিনতলা ভবনের নিচতলার ঘরে ছয় মুখোশধারী প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা বাড়ির ছয়জনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা ও কিছু স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। তিনি জানান, ডাকাতরা বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বাড়িতে ফাঁকা গুলি ছুড়লে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। পূর্বশক্রতার জেরেও এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ নূরুল ইসলামের বাবা জাহিদুর রহমানের উলন রোডে স্বর্ণের দোকান রয়েছে। ছয় শ্রমিক দগ্ধ ॥ রাজধানীতে সড়ক মেরামতের সময় পিচ বহনকারী গাড়ির চাকা বিস্ফোরণে গরম পিচ গায়ে ছিটকে পড়ে ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মনু, মুসা, শরিফ, আলম, রিপন ও সিদ্দিক হাকিম। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। ঢামেক হাসপতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার সকাল ৬টার দিকে ধানম-ি চার নম্বার রোডে রাস্তা সংস্কারকাজ চলছিল। এ সময় পিচ বহনকারী গাড়ির চাকা বিস্ফোরণ হলে ছয় শ্রমিকের গায়ে গরম পিচ ছিটকে পড়ে তারা দগ্ধ হন। পরে দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনেন তাদের সহকর্মীরা।
×