ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুসলমানদের হয়রানি করবেন না ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৫:১৩, ১৬ নভেম্বর ২০১৬

মুসলমানদের হয়রানি করবেন না ॥ ট্রাম্প

প্রথমবারের মতো মুসলমানদের হয়রানি বন্ধ করতে বললেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সিবিএস চ্যানেলের সিক্সটি মিনিট অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাতকারে তিনি সমর্থকদের প্রতি এ আহ্বান জানিয়েছেন। খবর ইয়াহু নিউজের। নির্বাচনের আগে বরাবরই আমেরিকায় বসবাসরত মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন ট্রাম্প। এমনকি তিনি মুসলমানদের আমেরিকা থেকে বের করে দেয়ার কথাও বলেছিলেন। ট্রাম্পের বিজয়ের পর মুসলমান, হিস্পানিক আমেরিকান, কৃষ্ণাঙ্গ, সংখ্যালঘু ও সমকামীদের ওপর হয়রানি বেড়ে গেছে। রবিবার সিক্সটি মিনিট অনুষ্ঠানে ট্রাম্পকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আমি এটি শুনে খুবই মর্মাহত। আমি বলছি, এটা বন্ধ করুন। ট্রাম্প বলেন, আমি বলতে চাই এটি করবেন না। এটা ভয়ঙ্কর। কারণ আমি এদেশে ঐক্য ফিরিয়ে আনতে চাই। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলমান ট্রাম্পবিরোধী বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, সমাজের কিছু অংশের লোক তাকে নিয়ে শঙ্কিত। ঘুষ নেয়ার অভিযোগে রুশ অর্থনীতিবিষয়ক মন্ত্রী আটক রুশ অর্থনীতি বিষয়ক মন্ত্রী আলেক্সি ইউলিউ কায়েভকে ঘুষ গ্রহণের অভিযোগে আটক করা হয়েছে। খবর বিবিসি অনলাইনের। রাশিয়ার প্রধান দুর্নীতি বিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি বলেছে, ইউলিউকায়েভ ২০ লাখ মার্কিন ডলার ঘুষ গ্রহণ করেছেন। তার মন্ত্রণালয় এক ইতিবাচক মূল্যায়নে বলেছে, বিশাল তেল কোম্পানি রোসনেফট অন্য একটি তেল কোম্পানি রোসনেস্টয়ের ৫০ শতাংশ শেয়ার কিনে নিতে সমর্থ হয়েছে। ১৯৯১-এ ব্যর্থ অভ্যুত্থানের পর তিনিই একমাত্র উচ্চদপস্থ কর্মকর্তা যাকে আটক করা হলো। নিলামে বিক্রি ‘গার্লস অন দ্য ব্রিজ’ নরওয়ের শিল্পী এাডভার্ড মুঞ্চ এর ‘গার্লস অন দ্য ব্রিজ’ চিত্রকর্মটি নিলামে পাঁচ কোটি ৪৫ লাখ ডলারে বিক্রি হয়েছে। সোমবার নিউইয়র্কের সোথবির নিলামে ছবিটি বিক্রি হয়। রঙিন পোশাক পরা তিনজন নারীর ছবিটি ১৯০২ সালে তিনি এঁকেছিলেন। এটি ওই শিল্পীর নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দরে বিক্রি হওয়া ছবি। এর আগে ২০১২ সালে তার ‘দ্য স্ক্রিম’ ছবিটি ১১ কোটি ৯৯ লাখ ডলারে বিক্রি হয়েছিল। -এএফপি মিশেলকে নিয়ে বর্ণবাদী মন্তব্য! ফাস্টলেডি মিশেল ওবামাকে নিয়ে রূঢ় বর্ণবাদী মন্তব্যে যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ক্লে কাউন্টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের পরিচালক পামেলা রামসে টেইলর ও মেয়র বেভারলি হোয়ালিং এসব মন্তব্য করেন। ফেসবুকে টেনলর মিশেলকে হিল পরা বানর বলে অভিহিত করেন। মেয়র হোয়ালিং টেইলরের মন্তব্যের জবাবে বলেন, আমার দিনগুলো মধুর হয়ে উঠেছে। -ওয়াশিংটন পোস্ট
×