ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুষ্ঠান উপলক্ষে ছুটি নিষিদ্ধ

প্রকাশিত: ০৫:১৩, ১৬ নভেম্বর ২০১৬

সৌদি আরবে ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুষ্ঠান উপলক্ষে ছুটি নিষিদ্ধ

সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় সোমবার ভিন্ন ধর্মের অনুষ্ঠান উপলক্ষে ছুটি নিষিদ্ধ করেছে। দেশটির আন্তর্জাতিক স্কুলগুলোকে এ বিষয়ে সতর্ক করে সৌদি সরকার জানিয়েছে, শুধু ইসলামিক অনুষ্ঠানে স্কুলগুলোকে বাধ্যতামূলক ছুটি দিতে হবে। এর বাইরে আর কোন ছুটি দেয়া যাবে না। খবর খালিজ টাইমসের। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার ফলে, এবার থেকে বড়দিন ও ইংরেজী নববর্ষেও স্কুল খোলা রাখতে হবে। এই নির্দেশ অগ্রাহ্য করলে, শাস্তি হিসেবে সেই স্কুলগুলোকে ‘নিষিদ্ধ’ করে দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিক স্কুলগুলো নিজেদের সুবিধা মতো ছুটি দিয়ে পরে পরীক্ষার দিন বদল করতে পারবে না। সব স্কুলকে বলা হয়েছে, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী চলতে হবে। স্কুলে ছুটি দেয়া বা পরীক্ষা নেয়া সবকিছুই করতে হবে ক্যালেন্ডার মেনে। যেসব স্কুল তা মানবে না তাদের লাইসেন্সই বাতিল করে দেয়া হবে। রক্ষণশীল রাষ্ট্র সৌদি আরব জীবনের প্রতিটি পদেক্ষেপে ইসলামিক নিয়ম বা অনুশাসন মেনে চলে। মাইক পেন্সের নামে প্ল্যান্ড প্যারেন্টহুডে দান করার হিড়িক যুক্তরাষ্ট্রের নতুন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের নামে দেশটির পরিবার পরিকল্পনা বিষয়ক সবচেয়ে বড় সংস্থা প্ল্যান্ড পেরেন্টহুডে দান করার হিড়িক পড়েছে। আর প্রতিটি দানের জন্য প্ল্যান্ড পেরেন্টহুডের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে পেন্সকে একটি করে সার্টিফিকেট পাঠানো হচ্ছে। খবর বিবিসির। রক্ষণশীল ইভাঞ্জেলিক খ্রিস্টান পেন্স সমকামী অধিকারবিরোধী অবস্থানের কারণে বহুদিন ধরেই আলোচিত। গর্ভপাতের বিরুদ্ধে তার অবস্থান নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই কট্টর। ট্রাম্প প্ল্যান্ড পেরেন্টহুডের তহবিল কমিয়ে আনতে চান। নির্বাচনী প্রচারের শুরুতে তিনি বলেছিলেন- গর্ভপাত অবৈধ হলে যেসব নারী তা করার চেষ্টা করবে তাদের শাস্তি দেয়া হবে। পরে অবশ্য ওই বিবৃতি প্রত্যাহার করে নেন তিনি। যুক্তরাষ্ট্রজুড়ে ৫৯ সহযোগী সংগঠন ও ৭০০ ক্লিনিক রয়েছে প্ল্যান্ড পেরেন্টহুডের। এ প্রতিষ্ঠানের ভবিষ্যত নিয়ে বাদানুবাদেও জড়িয়েছিলেন নির্বাচনের প্রধান দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সপ্তাহখানেক আগে মাইক পেন্সের নামে দান করার প্রবণতা বাড়তে শুরু করে। আর ভোটের পর অনেক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে পেন্সের নামে প্ল্যান্ড পেরেন্টহুডে দান করার কথা জানান। পেন্স এ বিষয়ে কোন মন্তব্য করেননি। অন্যদিকে তার সম্মানে এই দান নিয়ে প্ল্যানড পেরেন্টহুডও বেশি কিছু বলেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাইক পেন্স ও হিলারির নামে সমর্থন ও স্বীকৃতির ‘তোড়ে’ রীতমতো ভেসে যাওয়ার দশা তাদের।
×