ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৬ রুটে রিজেন্ট এয়ারের টিকেটে মূল্যছাড়

প্রকাশিত: ০৪:০৯, ১৬ নভেম্বর ২০১৬

৬ রুটে রিজেন্ট এয়ারের টিকেটে মূল্যছাড়

দেশী-বিদেশী ৬টি রুটে টিকেটের মূল্যে ৫০ ভাগ পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে বেসরকারী বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। প্রতিষ্ঠানের ৬ বছরপূর্তি উপলক্ষে মধ্যবিত্তদের বেড়ানো সহজ ও সাশ্রয়ী করতে বিমান ভাড়া কমানোর পাশাপাশি আকর্ষণীয় প্যাকেজও ঘোষণা করেছে রিজেন্ট এয়ার। রিজেন্ট এয়ারের হেড অব মার্কেটিং আনিসুল ইসলাম চৌধুরী জানান, বিশেষ ছাড়ে সকল ট্যাক্সসহ ঢাকা ও চট্টগ্রাম থেকে ব্যাংকক যাওয়া-আসা ১৪ হাজার ৪৯৯ টাকা, কলকাতা ৭ হাজার ৪৯৯, মাসকাট ২০ হাজার ৪০০ টাকা, ঢাকা থেকে কুয়ালালামপুর যাওয়া-আসা ১৬ হাজার ৯৯৯ টাকা, সিঙ্গাপুর ২১ হাজার ৯৯৯ টাকা ও কক্সবাজার ৫ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকেটের সঙ্গে ল্যান্ড প্যাকেজেও বিশেষ ছাড় দিয়েছে সহযোগী প্রতিষ্ঠান রিজেন্ট হলিডেজ। -স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস খুলনায় আইটি শিল্পবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হাইটেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে আইটি শিল্প বিষয়ক দিনব্যাপী সেমিনার মঙ্গলবার খুলনা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব হোসনে আরা বেগম। প্রধান অতিথির বক্তৃতায় হোসনে আরা বেগম বলেন, দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে হলে ২০২০ সালের মধ্যে আইটি সেক্টরে ২০ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আইসিটি শিল্পের প্রসারে অবকাঠামো নির্মাণ, প্রণোদনা প্রদান, দেশী-বিদেশী উদ্যোক্তাদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর, দক্ষ মানবসম্পদ তৈরির প্রশিক্ষণ প্রদানসহ আইসিটি সম্পর্কিত গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে হাইটেক পার্ক কর্তৃপক্ষ। সেমিনারে সভাপতিত্ব ও স্বাগত বক্তৃতা করেন খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ও যুগ্মসচিব মনজুর কাদির। -স্টাফ রিপোর্টার, খুলনা অফিস
×