ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রফতানিমুখী সব খাতে উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ

প্রকাশিত: ০৪:০৮, ১৬ নভেম্বর ২০১৬

রফতানিমুখী সব খাতে উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৈরি পোশাকের মতো বাংলাদেশের অন্যান্য রফতানিমুখী খাতেও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রতিনিধিদল। রাজধানীর একটি হোটেলে মঙ্গলবার দুপুরে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতাদের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রতিনিধিদলটি। সফররত এই দলের নেতৃত্ব দিচ্ছেন ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির চেয়ারম্যান বার্নড ল্যাঙজ। প্রতিনিধিদলটি মঙ্গলবার তিনদিনের সফরে ঢাকায় এসেছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্ম পরিবেশ উন্নয়ন ও শ্রমিক অধিকার বিষয়ে যেসব অগ্রগতি অর্জন করেছি, তা প্রতিনিধিদলের কাছে তুলে ধরেছি। তারা আমাদের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেছে। লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশী পণ্যের জয়জয়কার অর্থনৈতিক রিপোর্টার ॥ নাইজেরিয়ার লাগোস আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আফ্রিকাবাসীর মন কেড়েছে ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত ওয়ালটন পণ্য। ওয়ালটন পণ্যের গুণগত উচ্চমান এবং সাশ্রয়ী মূল্য আকৃষ্ট করেছে ক্রেতাদের। পাওয়া গেছে স্পট অর্ডার। অনেকেই ওয়ালটন পণ্যের পরিবেশক হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। প্রাথমিক পর্যায়ে পাওয়া গেছে কয়েক লাখ মার্কিন ডলার মূল্যের স্পট অর্ডার। দশ দিনব্যাপী লাগোস আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হয় ১৩ নবেম্বর। আফ্রিকা মহাদেশের সর্ববৃহৎ এই মেলায় বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অংশ নিয়েছিল বাংলাদেশী ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। মেলায় প্রদর্শিত হয় ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, এলইডি টিভি, ল্যাপটপ, মোবাইল ফোন, ব্লেন্ডার, ইনডাকশন কুকার, এলইডি বাল্বসহ অন্যান্য হোম ও ইলেকট্রিক্যাল এ্যাপ্লায়েন্সেস। মেলায় বাংলাদেশ থেকে একমাত্র অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ওয়ালটন বিশাল জায়গা জুড়ে স্থাপন করেছিল সুদৃশ্য প্যাভিলিয়ন।
×