ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গবর্নর নিয়োগ

প্রকাশিত: ০৪:০৮, ১৬ নভেম্বর ২০১৬

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গবর্নর নিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে অবসর গ্রহণ ও পিআরএল সমর্পণ সাপেক্ষে তিন বছরের চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। তাকে চুক্তিতে নিয়োগ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়েরর সিনিয়র সচিব বরাবর এস এম মনিরুজ্জামানের নিয়োগ সংক্রান্ত চিঠি দেয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোঃ রিজওয়ানুল হক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নরের শূন্যপদ পূরণে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এসএম মনিরুজ্জামানকে নিয়মিত চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও পিআরএল সমর্পণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিতে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। রিজার্ভে জমা হলো চুরির দেড় কোটি ডলার অর্থনৈতিক রিপোর্টার ॥ রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের ১ কোটি ৫২ লাখ ডলার বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ এ্যাকাউন্টে জমা হয়েছে। মঙ্গলবার এ টাকা জমা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জনকণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, ফিলিপিন্সে উদ্ধার হওয়া ১ কোটি ৫২ লাখ ডলার শনিবার বাংলাদেশের দূতাবাসে জমা দেয়া হয়। ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল এই অর্থ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন। অর্থ ফেরত আনতে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল ফিলিপিন্স সফরে যান। প্রতিনিধি দলটি গত ৮ নবেম্বর ম্যানিলায় অর্থ ফেরত আনার ব্যাপারে ফিলিপিন্স সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকও করেন। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই অর্থ ডলার এবং পেসোতে পরিশোধ করেছে ফিলিপিন্স সরকার।
×