ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শেপার্ড ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন

প্রকাশিত: ০৪:০৫, ১৬ নভেম্বর ২০১৬

শেপার্ড ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন

শেপার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, ১০ টাকা মূল্যের ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করবে প্রতিষ্ঠানটি। এর অর্থ কোম্পানিটি ওয়াসিং প্লানের ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেশিন ক্রয় ও স্থাপন, ইটিপি সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিওর কাজে ব্যয় করবে। ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে (এনএভি) ১৮ টাকা ৭০ পয়সা। বিগত ৫ বছরের আর্থিক বিবরণী অনুযায়ী ওয়েটেড এভারেজ শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৪ পয়সা। কোম্পানিটির ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার ন্যাশনাল টির লভ্যাংশ ঘোষণা ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময় তথা ১৮ মাস সময়ের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক থেকে ওই লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচিত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ১২ টাকা ২৪ পয়সা। ৩০ জুন, ২০১৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪৩ টাকা ৬৯ পয়সা। আগামী ২১ ডিসেম্বর ন্যাশনাল টি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×