ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নিহত সাত

প্রকাশিত: ০৩:৫৮, ১৬ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জ, সিলেট, নাটোর ও সাভারে ছয় জন নিহত ও ঠাকুরগাঁওয়ে গৃহবধূ এবং ঝিনাইদহে ১৫ যাত্রী আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশের খালকুরায় গ্যাস সিলিন্ডার ভর্তি ট্যাংকলরি ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতরা হলেন- ট্যাংকলরির হেলপার বগুড়া জেলার শাহজাহানপুর থানার জামালপুর গ্রামের রফিকুল ইসলাম (৩৫) ও বাসযাত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আদাই গ্রামের তাজিমুল (৫০)। আহত, বাসচালক জাহাঙ্গীর ও যাত্রী ফুলচানকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সোমবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌরসভা রোডে এক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মারুফ সড়কের পাশে বটগাছে ধাক্কা লেগে নিহত হয়েছেন। আহত হয়েছে আরোহী রাব্বি ও তার সহপাঠী রকি। সিলেট ॥ মঙ্গলবার সকাল ৯টায় দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় বাস চাপায় এক বৃদ্ধের মৃত্যু ঘটে। আহত অবস্থায় বৃদ্ধ পথচারীকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুল হান্নান (৬৫) দক্ষিণ সুরমার কদমতলী স্বর্ণশিখা আবাসিক এলাকার মৃত রইছ মিয়ার পুত্র। নাটোর ॥ বড়াইগ্রাম উপজেলার বাটরা গোপালপুর গ্রামে মঙ্গলবার দুপুরে রাস্তা পারাপারের সময় অটোরিক্সার ধাক্কায় কামেরজান বেওয়া (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত কামেরজান বাটরা গোপালপুর গ্রামের মৃত জাবেদ আলী শেখের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানান, কামেরজান পান খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে লক্ষ্মীকোল-কয়েনবাজার ফিডার সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। সাভার ॥ আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন কবিরপুরের ‘পলমল’ গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, এদিন বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা থেকে ছেড়ে আসা একটি তেলের ড্রাম ভর্তি পিকআপ ভ্যান কবিরপুর এলাকায় সামনে থাকা অপর একটি কাভার্ড ভ্যানের পেছনে থাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় পিকআপ ভ্যানের হেলপার তৌহিদুল ইসলাম (৩০ ) ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ৫ জন। ঝিনাইদহ ॥ শৈলকুপায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের শৈলকুপার দুধসর এলকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঠাকুরগাঁও ॥ বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ এলাকায় নসিমনচাপায় সালমা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও -বালিয়াডাঙ্গী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সালমা উপজেলার লালপুর গ্রামের পজির উদ্দীনের স্ত্রী।
×