ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বন্দরে গ্যাসের আগুনে এক পরিবারের দগ্ধ তিন

প্রকাশিত: ০৩:৫৬, ১৬ নভেম্বর ২০১৬

বন্দরে গ্যাসের আগুনে এক পরিবারের দগ্ধ তিন

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১৫ নবেম্বর ॥ বন্দরে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন- স্বামী রায়হান উদ্দিন, স্ত্রী মায়া বেগম ও শিশু সন্তান মরিয়ম। এ সময় বিকট শব্দে পুরো ঘরে আগুন ধরে যায় এবং ঘরের চাল উড়ে যায়। মঙ্গলবার ভোরে স্বল্পেরচক এলাকায় বিল্লাল হোসেনের ভাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তিনজনকেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। পুলিশ ও বন্দর ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার পার্শ্ববর্তী সাখান মিয়ার বাড়ির গ্যাসের রাইজারে লিকেজ হয়ে গ্যাস নির্গত হয়। বিল্লাল হোসেন তার বাড়ির ভাড়াটেদের কাছ থেকে অভিযোগ পেয়ে গ্যাস লিকেজ বন্ধের জন্য তাদের ব্যবস্থা নিতে অনুরোধ জানান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিত-া হয়। তবে তারা কোন ধরনের ব্যবস্থা না নেয়ায় সোমবার সারারাত গ্যাস নির্গত হয়ে বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটে দিনমজুর রায়হান উদ্দিনের ঘরে গ্যাস জমাট হয়ে থাকে। মঙ্গলবার ভোরে রায়হান ধূমপান করতে গেলে ঘরে আগুন ধরে যায় এবং বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘরের চাল উড়ে যায় এবং সব আসবাবপত্র পুড়ে যায়। আগুনে রায়হান, তার স্ত্রী মায়া এবং তাদের দুই বছরের কন্যা মরিয়ম গুরুতর দগ্ধ হয়। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎস পার্থ সংকর পাল সাংবাদিকদের জানান, কারো শরীর শতকরা ৪০ ভাগ ও কারো শরীর ৬০ ভাগ পুড়ে গেছে। লিফট ছিঁড়ে ইসলামী ব্যাংক মেডিক্যালের ১৭ ছাত্রী আহত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ লিফট ছিঁড়ে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজের ১৭ ছাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকায় কলেজটির হাসপাতাল ভবনে এই দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই কলেজের এমবিবিএস নবম ব্যাচের শিক্ষার্থী। তাদের ওই হাসপাতালেই ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। হাসপাতালের মানবসম্পদ কর্মকর্তা জাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইন্টার্ন চিকিৎসক হিসেবে দুপুর ১২টা থেকে হাসপাতালের পঞ্চম তলায় ওই শিক্ষার্থীদের ক্লাস ছিল। এর কয়েক মিনিট আগে নিচতলায় প্রায় ২০ ছাত্রী লিফটে ওঠেন। আড়াইতলা ওঠার পর লিফটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এতে অন্তত ১৭ ছাত্রী আহত হন। তিনি জানান, লিফটের ধারণক্ষমতা মাত্র আটজন। কিন্তু একই ব্যাচের শিক্ষার্থী হওয়ায় তারা হুড়োহুড়ি করে সবাই মিলে লিফটে উঠে গিয়েছিলেন। ফলে এই দুর্ঘটনার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কারও পা মচকে গেছে, কেউ হাতে-পায়ে ব্যথা পেয়েছেন এবং কয়েকজনের মাথা ফেটে গেছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান মানবসম্পদ কর্মকর্তা জাহিদ হাসান।
×