ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে নবান্ন উৎসব

প্রকাশিত: ০৩:৫৬, ১৬ নভেম্বর ২০১৬

নানা আয়োজনে নবান্ন উৎসব

জনকণ্ঠ ডেস্ক ॥ মঙ্গলবার নবান্ন উৎসব শোভাযাত্রা, পিঠা মেলাসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বগুড়া ॥ নবান্নের উৎসবেও পরিবর্তন এসেছে। এখন আর শুধু নব ব্যঞ্জনায় নতুন চালের ভাত ও ফিরনি পায়েস নয়। শীত মৌসুম না পড়তেই পিঠাপুলি চলে এসেছে। বর্তমান প্রজন্ম নবান্নকে দেখছে নানা বৈচিত্র্যে। নবান্ন গ্রামীণ ঐতিহ্যের উৎসব। গ্রামের কিষান বাড়ির আঙ্গিনা ও খুলি (বহিরাঙ্গিনা) মাটি দিয়ে লেপে সাফ সুতেরা করে রাখা হয়। অগ্রহায়ণের প্রথম দিনটি যেন ঝকঝকে থাকে। নতুন ধান যেন আসে গৃহের পবিত্রতায়। নতুন ধানের চালের গন্ধে মন ভরে যায়। গ্রামের এ চিত্র আজও মিলিয়ে যায়নি। এর সঙ্গে যোগ হয়েছে আরও অনেক কিছু। নবান্ন এখন উৎসব। পহেলা বৈশাখের মতোই। মেলাও বসে নবান্নকে ঘিরে। নতুন আমন ধানের সঙ্গে শুধু নব ব্যঞ্জনা নয়, অনেক ব্যঞ্জনার খাবার তৈরি হয়। এর মধ্যে প্রকৃতি আপন গতিতেই শীতের আগাম পিঠাপুলি টেনে এনেছে। বগুড়া সরকারী আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে নব আনন্দের অনুষ্ঠানে আয়োজন করা হয় পিঠা উৎসবের। বর্তমান প্রজন্মের এক তরুণী জানালেন, নবান্নে শুধু নতুন চালের ভাত থাকবে তা কি হয়! এক মাস পরই শীত মৌসুম আসবে। তার আগে প্রাক-শীতের আয়োজনে এই পিঠা। এই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে আছে বাঙালীর সংস্কৃতির ঐতিহ্যের নানা দিক। শহরের মেয়েরাও এখন মঞ্চে গ্রামীণ গীতের সঙ্গে নাচে মেতে ওঠে, যা দেখে মনে হবে এক টুকরা গ্রামীণ জীবন উঠে এসেছে মঞ্চে। নবাান্নের এমন আনন্দ ভাগাভাগি করে নেয় সকলে। এ যেন আরেক নবান্ন...। খুলনা ॥ শোভাযাত্রা, মেলা, পিঠা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মঙ্গলবার খুলনায় পালিত হয়েছে নবান্ন উৎসব-১৪২৩। এ উপলক্ষে শহীদ হাদিস পার্কে দিনব্যাপী মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। নবান্ন উৎসব উপলক্ষে দুপুরে শহীদ হাদিস পার্কে খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। মুন্সীগঞ্জ ॥ নবান্ন উৎসবে মঙ্গলবার বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এর পর নাচ-গান-গীত-নাটক এবং পিঠা উৎসব ও নবান্ন মেলা সকলকে নির্মল আনন্দ দেয়। মুন্সীগঞ্জ জেলা প্রশাসন শহরের টেনিস গ্রাউন্ডে এ উৎসবের আয়োজন করে। সকালে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণিল সাজে র‌্যালিটি শহর ঘুরে টেনিস মাঠে এসে শেষ হয়। পরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। পরে একের পর এক মঞ্চে বাঙালী সংস্কৃতির নানা শাখার উপস্থিতি ঘটে। গ্রামবাংলার নারীদের বিশেষ গীত আয়োজনে ভিন্নমাত্রা যুক্ত করে। বাগেরহাট ॥ বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা মেলার মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপিত হচ্ছে। মঙ্গলবার স্বাধীনতা উদ্যানে সংসদ সদস্য ডাঃ মোজাম্মেল হোসেন এ উৎসবের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন- এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মামুন-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস প্রমুখ। পরে স্বাধীনতা উদ্যানে দিনব্যাপী পিঠা মেলার আয়োজন করা হয়। মৌলভীবাজার ॥ জেলা প্রশাসনের উদ্যোগে এবং হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় দিনব্যাপী নবান্ন উৎসব বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদালয় মাঠে এসে শেষ হয়। দিনব্যাপী নবান্ন উৎসবে ছিল- পিঠাপুলি উৎসব, গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা, মোরগের লড়াই, বিস্কুট লড়াই, হা-ডু-ডু, দাড়িয়াবাঁধা, ঘুড়ি ওড়ানো, হাঁড়িভাঙ্গা, যেমন খুশি সাজো ইত্যাদি।
×