ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট

সরাসরি চ্যানেল চালু হলেও সমস্যা কাটেনি

প্রকাশিত: ০৩:৫৫, ১৬ নভেম্বর ২০১৬

সরাসরি চ্যানেল চালু হলেও সমস্যা কাটেনি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে সরাসরি নতুন চ্যানেল চালু হলেও সমস্যা কাটেনি। শিমুলিয়া ঘাট হতে কাওড়াকান্দি পর্যন্ত এখন আগের থেকে ২০-২৫ মিনিট সময় কম লাগছে পারাপারে। এতে যাত্রীদের মাত্র ২৫ মিনিটের ভোগান্তি কম হলেও নৌরুটে তিনটি পয়েন্টে এখনও সমস্যা আছে। একমুখী ফেরি চলতে হওয়ায় এখানে সময় লেগে যাচ্ছে প্রচুর। একটি ফেরি চ্যানেল পাড়ি না দেয়া পর্যন্ত অপর ফেরিকে চ্যানেলে প্রবেশের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এতে সময় লাগছে আগের থেকে অনেক। বিআইডব্লিউটিসি শিমুলিয়া অফিসের ম্যানেজার মেরিন আহমদ আলী জানান, শিমুলিয়া ঘাট থেকে সোজাসুজি লৌহজং টার্নিং পয়েন্ট পর্যন্ত নৌপথ তৈরি হওয়ায় আগের থেকে ২০-২৫ মিনিট সময় কম লাগছে। লৌহজং টার্নিংয়ের মুখের চরটি কেটে দেয়ায় সোমবার থেকে শিমুলিয়া ঘাট থেকে সোজাসুজি লৌহজং টার্নিং দিয়ে ফেরিগুলো চলাচল করছে। এর পূর্বে ফেরিগুলো শিমুলিয়া ঘাট থেকে ২ কিলোমিটার ভাটির দিকে গিয়ে তারপর আবার উপরের দিকে উঠে লৌহজং টার্নিং পয়েন্ট দিয়ে চ্যানেলে প্রবেশ করত। কিন্তু এ চরটি কেটে দেয়ায় এখন ফেরিগুলো সরাসরি লৌহজং টার্নিং দিয়ে চ্যানেলে প্রবেশ করছে। কিন্তু তারপরও ফেরি পারাপারের প্রতিবন্ধকতা কমেনি। পরীক্ষার্থীর ঠোঁটে কামড় ॥ বখাটে আটক স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মঙ্গলবার যশোরের চৌগাছায় এক জেডিসি পরীক্ষার্থীর ঠোঁটে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে দেয়ার অভিযোগে শিহাবউদ্দিন (১৮) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। আটক শিহাব চৌগাছা ডিগ্রী কলেজের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার মাকাপুর দাখিল মাদরাসার এক ছাত্রী জেডিসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চৌগাছা কামিল মাদরাসা কেন্দ্রে অবস্থান করছিল। এ সময় শিহাবউদ্দিন ওই ছাত্রীকে জাপটে ধরে তার ঠোঁটে কামড় বসিয়ে দেয়। মেয়েটি চিৎকার দিলে কেন্দ্রে কর্তব্যরত পুলিশ কনস্টেবল শাহাজান আলী ছুটে এসে শিহাবউদ্দিনকে আটক করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
×