ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেরানীগঞ্জে কৃষকের ১০ ঘর গুঁড়িয়ে দিল ভূমিদস্যু

প্রকাশিত: ০৩:৫৫, ১৬ নভেম্বর ২০১৬

কেরানীগঞ্জে কৃষকের ১০ ঘর গুঁড়িয়ে দিল ভূমিদস্যু

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১৫ নবেম্বর ॥ দক্ষিণ কেরানীগঞ্জের ভাওয়ারভিটিতে জমি দখলে নিতে ভূমিদস্যুরা এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ১০ বসতঘর সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক আবদুল আজিজ। হামলার সময় ভয়ে বাড়ির শিশু, নারী ও পুরুষ সবাই অন্যত্র পালিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে তা-ব চললেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ উঠেছে। আবদুল আজিজের মা ফজিতন নেসা (৮০) জানান, সকাল ১০টার দিকে কদমপুরের ভূমিদস্যু মোকলেসের নেতৃত্বে অর্ধশতাধিক লোক লাঠিসোটা, হকিস্টিক, হাতুড়ি নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হয়ে গালমন্দ করতে থাকে। এ সময় তারা বাড়ির লোকজনকে মারধর করলে ভয়ে সবাই পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে ভূমিদস্যুরা বসতবাড়ির ১০ ঘর ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। এর আগে তারা লুটপাট চালায়। ভূমিদস্যুরা ভাড়াটিয়াদেরও মারধর করে। তিনি অভিযোগ করেন, হামলা ও ভাংচুরের সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার এএসআই রিপনসহ একাধিক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত থাকলেও ঘরবাড়ি এবং তাদের রক্ষায় কোন ভূমিকা নেননি। উল্টো পুলিশ হামলাকারীদের সহযোগিতা করেছে। জানা যায়, আব্দুল আজিজের বাবার নাম মৃত চিনি মিয়া। তিনি দুই বিয়ে করেছিলেন। চিনি মিয়ার মৃত্যুর পর জায়গা-জমি সৎ ভাইবোন এবং তারা ভাগ-বাটোয়ারা করে নেন। মোকলেস নামে এক ব্যক্তি আজিজের সৎ ভাইদের কাছ থেকে কিছু জমি কিনে নেয়। আবদুল আজিজ বলেন, সৎ ভাইয়ের জমি অন্য জায়গায়। সেখানে না গিয়ে ভূমিদস্যু মোকলেস আমাদের ৫ ভাইয়ের মালিকানাধীন বসতবাড়ি দখলের পাঁয়তারা করছে। বাড়ির ২২ শতাংশ জমির মধ্যে ১৬ শতাংশ মোকলেস পাবে বলে দাবি করছে। এজন্য সে নানাভাবে আমাদের হয়রানি করছে। আমার নামে একটি মিথ্যা চাঁদাবাজির মামলাও দিয়েছে। সর্বশেষ জমি দখলে নিতে বসতবাড়ি ভেঙ্গে দিয়েছে। আমরা এখন থাকব কোথায়? এ বিষয়ে জানতে চাইলে এএসআই রিপন বলেন, আমরা পৌঁছানোর আগেই একদল লোক ঘরবাড়ি ভেঙ্গে দেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। মৌচাষীদের প্রশিক্ষণ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৫ নবেম্বর ॥ মধু উৎপাদনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্য নিয়ে মঙ্গলবার মৌচাষীদের ১৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শুরু করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের শিল্প সহায়ক কেন্দ্র, বিসিক, ঠাকুরগাঁও। সকালে সদর উপজেলার বড় খোঁচাবাড়ি হাটে মৌমাছি বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে আয়োজিত এ কোর্সের উদ্বোধন করেন স্থানীয় বিসিকের উপ-ব্যবস্থাপক খোন্দকার মোফাখ্খারুল ইসলাম। এ প্রশিক্ষণে এলাকার ২০ মৌচাষী অংশ নিয়েছে। অনুদানের চেক বিতরণ নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৫ নবেম্বর ॥ ঝালকাঠিতে ক্যান্সার কিডনি ও লিভার সিরোসিস রোগীদের আর্থিক সহায়ত কর্মসূচীর আওতায় জেলার ১০ জনকে ৫০ হাজার টাকা করে ৫ লাখ টাকা এবং প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা, দরিদ্র ও অসহায় ১২৮ পরিবারের মধ্যে ২ লাখ ৮৩ হাজার টাকা অনুদানের চেক বিরতণ করা হয়েছে। সমাজ সেবা অধিদফতরের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে সুবিধা ভোগিদের মধ্যে চেক বিতরণ করেন।
×