ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাছ ব্যবসার আড়ালে ইয়াবা চক্র

প্রকাশিত: ০৩:৫৪, ১৬ নভেম্বর ২০১৬

মাছ ব্যবসার আড়ালে ইয়াবা চক্র

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ সাগরে যেসব ইয়াবার চালান ধরা পড়েছে সেগুলো আনোয়ারা কেন্দ্রিক ফিশিং ট্রলার ব্যবসায়ী সিন্ডিকেটের। ফলে আনোয়ারা হয়েই ইয়াবার চালান আসছে সবচেয়ে বেশি। কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ ইয়াবা পাচারের অন্যতম রুট। তবে মিয়ানমার এবং দেশী চোরাচালানিদের অন্যতম রুট হচ্ছে আনোয়ারা-গহিরা উপকূলীয় অঞ্চল। পুলিশকে ম্যানেজ করলেও নদীপথে রয়েছে কোস্টগার্ড, র‌্যাব। অভিযোগ রয়েছে, মাছের ব্যবসার আড়ালে আসছে ইয়াবার চালান। আনোয়ারা ও গহিরার কয়েকটি মাদক সিন্ডিকেট ফিশিং ট্রলারের মাধ্যমে ইয়াবার ব্যবসা অব্যাহত রেখেছে। বিপুল পরিমাণ ইয়াবা মিয়ানমার হতে চট্টগ্রামে নিয়ে আসছে মাদক সিন্ডিকেট। ইয়াবা পাচারের সঙ্গে যারা জড়িত তারা মূলত কক্সবাজার টেকনাফ এলাকার। উপকূলীয় এলাকায় থাকার কারণে এরা নৌপথকে বেছে নিয়েছে। র‌্যাবের অভিযানে গত ৫ অক্টোবর ইয়াবার সবচেয়ে বড় চালানের অপরাধে যারা গ্রেফতার হয়েছে তারা মূলত কক্সবাজার ও আনোয়ারা এলাকার। কেউ পাচার করছে, আবার কেউবা ইয়াবা বহন করে অর্থ হাতিয়ে নিচ্ছে। কেউ কেউ ইয়াবাকে কেন্দ্র করে অল্প সময়ে কোটিপতি বনে যাচ্ছে। ইয়াবা নিয়ে নানা প্রশ্ন চট্টগ্রামে। গত ৫ অক্টোবর গভীর রাতে ২০ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় ফিশিং ট্রলারসহ ৭ ইয়াবা পাচারকারীকে গ্রেফতারের মধ্যদিয়ে প্রমাণ হলো সাগরে মাছ ধরার নামে জেলেরাই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। বেশ কয়েকটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র মাছের ব্যবসার আড়ালে ইয়াবার চালান মিয়ানমার হতে চট্টগ্রামে নিয়ে আসছে। রামেকে ফের রোগীর স্বজনের ওপর হামলা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল (রামেক) কলেজ হাসপাতালে আবারো রোগীর দুই স্বজনকে পিটিয়ে পুলিশে দিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পুলিশের হেফাজতে থাকা রোগীর দুই স্বজন হলেন, পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের নাহিদ হোসেন (২৬) ও নাটোরের একডালা বাবুপুকুর গ্রামের সাদ্দাম হোসেন (৩০)। এ ঘটনায় রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে উত্তেজনা চলছে। এদিকে হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের বেপরোয়া আচরণের প্রেক্ষিতে মাঠে নামার হুমকি দিয়েছে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
×