ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন ইসি গঠনের প্রস্তাব নিয়ে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন শুক্রবার

প্রকাশিত: ০৮:১৩, ১৫ নভেম্বর ২০১৬

নতুন ইসি গঠনের প্রস্তাব নিয়ে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন শুক্রবার

স্টাফ রিপোর্টার ॥ নতুন নির্বাচন কমিশন গঠন ও সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আগামী শুক্রবার সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শুক্রবার বিকেল ৪টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে এ সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব মারুফ কামাল খান। সংবাদ সম্মেলনে আসার আগে দল ও জোটের নেতাদের সঙ্গেও আলোচনা করবেন খালেদা। এজন্য আগামীকাল বুধবার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এবং পরদিন ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছেন তিনি। গুলশানে তার কার্যালয়ে বৈঠক দুটি হবে। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারিতে শেষ হবে। তাই নতুন কমিশনের অধীনেই ২০১৯ সালের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। যদিও নির্বাচন কমিশন গঠন নিয়ে সুনির্দিষ্ট কোন আইন নেই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রধান নির্বাচন কমিশনার ও অপর নির্বাচন কমিশনার নিয়োগ দেন। বিএনপির একজন দায়িত্বশীল নেতা বলেছেন, খালেদা জিয়া তার প্রস্তাবনায় নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন, নির্বাচন কমিশন গঠন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও মতৈক্যের ভিত্তিতে সিইসি ও অন্যান্য কমিশনার নিয়োগের ওপর গুরুত্বারোপ করবেন। তবে খালেদা জিয়া কোন নাম প্রস্তাব করবেন না। এদিকে, নতুন কমিশন আগেরবারের মতো এবারও ‘সার্চ কমিটি’ গঠনের মাধ্যমে রাষ্ট্রপতি করবেন বলে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন। ২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
×