ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় লৌহজংয়ে মাদ্রাসাছাত্রীকে বেদম প্রহার

প্রকাশিত: ০৮:০৯, ১৫ নভেম্বর ২০১৬

প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় লৌহজংয়ে মাদ্রাসাছাত্রীকে বেদম প্রহার

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে মাদ্রাসাছাত্রীকে বেদম প্রহার করেছে এক বখাটে। প্রেমপ্রস্তাব প্রত্যাখ্যান করায় সোমবার বিকেলে বখাটে মাসুদ মীর কিল, ঘুষি ও লাথি দিয়ে গুরুতর আহত করে। হামলার শিকার এই ছাত্রীকে (১৫) লৌহজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কনকসার ইউনিয়নের মর্শদগাঁও এএলকে দাখিল মাদ্রাসার এসএসসি পরীক্ষার্থী। আহত এই ছাত্রীর বাবা নুরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বড় নওপাড়া গ্রামের এই বখাটে প্রেম প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করছিল। বিকেল ৪টায় মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে মর্শদগাঁও গ্রামের জেলেপাড়া এলাকার রাস্তায় পথরোধ করে বখাটে মাসুদ ঐ ছাত্রীকে জোর করে টেনেহিঁচড়ে তুলে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে বেদম প্রহার করে। এই সময় লোকজন এগিয়ে এলে মাসুদ স্ত্রী দাবি করে শাসন করছি বলে তাকে জানায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে আরও লোকজন জড়ো হলে মাসুদ কেটে পড়ে। পরে এই ছাত্রী মোবাইল ফোনে তার বাবাকে বিষয়টি জানালে দ্রুত সে ঘটনাস্থলে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়। এই বিষয়ে রাতে লৌহজং থানায় অভিযোগ দাখিল করেছে ছাত্রীর বাবা নুরুল হক। দরজা ভেঙ্গে স্কুলছাত্রী ও মাকে কুপিয়ে জখম ॥ টঙ্গীবাড়ির বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রোজিনা (১৬) ও তার মা সালেহা বেগমকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাদের স্থানীয় ইউনাইটেট ক্লিনিকের ২১৫নং কেবিনে ভর্তি করা হয়েছে। আহতরা হাসাইল গ্রামের জামাল শিকদারের স্ত্রী ও মেয়ে। স্থানীয় সূত্র জানায়, হাসাইলের জামাল শিকদারের বসতবাড়ি ৫-৬ বছর আগে ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হলে তিনি পার্শ্ববর্তী ডাইনগাঁও গ্রামে গিয়ে বসবাস শুরু করেন। জমি সংক্রান্ত বিষয় নিয়ে জামাল শিকদারের স্ত্রী সালেহা বেগমের সঙ্গে তার প্রতিবেশী ফালান ব্যাপারীর সঙ্গে কথা কাটাকাটি হয়। ফালান ব্যাপারী পরে বিষয়টি ছেলেদের জানালে তার ছেলে আব্বাস, কাশেম, আবু-সায়েদ ও শাহ-আলী শুক্রবার রাতে জামাল শিকদারের বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা ভেঙ্গে তার স্ত্রী সালেহা ও মেয়ে রোজিনাকে কুপিয়ে গুরুতর জখম করে। চিৎকার শুনে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে টঙ্গীবাড়ি ইউনাইটেড ক্লিনিকে ভর্তি করে।
×