ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংসদের ত্রয়োদশ অধিবেশন ৪ ডিসেম্বর

প্রকাশিত: ০৭:৪২, ১৫ নভেম্বর ২০১৬

সংসদের ত্রয়োদশ অধিবেশন ৪ ডিসেম্বর

সংসদ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন আগামী ৪ ডিসেম্বর বসছে। ওদিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে। সোমবার রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের দ্বাদশ অধিবেশন গত ৬ অক্টোবর শেষ হয়। দুই মাসের মধ্যে অধিবেশন শুরুর বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন কতদিন চলবে তা জানা যায়নি। তবে নিয়ম রক্ষার এই অধিবেশন এক সপ্তাহ চলতে পারে বলে জানা গেছে। অধিবেশন শুরুর দিন জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। আগামী জানুয়ারির শেষ সপ্তাহে বছরের প্রথম অধিবেশন বসবে।
×