ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেই মুক্তিযোদ্ধার চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪২, ১৫ নভেম্বর ২০১৬

সেই মুক্তিযোদ্ধার চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী

বিডিনিউজ ॥ দলীয় লোকদের হামলায় গুরুতর আহত ঝিনাইদহের শৈলকুপার আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদ মৃধার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুপুরে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) জাহাঙ্গীর আলম মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের সঙ্গে সাক্ষাত করে প্রধানমন্ত্রী যে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন সেটি তাকে জানিয়েছেন। গত মাসে মারধরে আহত হওয়ার পর রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তার আহমেদ। প্রধানমন্ত্রীর এপিএস হাসপাতালে এই মুক্তিযোদ্ধাকে দেখতে গিয়ে তার হাতে এক লাখ টাকার একটি চেকও তুলে দেন বলে জানান উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন। সম্প্রতি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের ওপর হামলার একটি ভিডিও ইন্টারনেটে ‘ভাইরাল’ হয়।
×