ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘ডিক্যাব টকে’ ব্রিটিশ হাইকমিশনার

ভিসা আবেদন কেন্দ্র ঢাকা ফিরে আসার কোন সম্ভাবনা নেই

প্রকাশিত: ০৭:৩৪, ১৫ নভেম্বর ২০১৬

ভিসা আবেদন কেন্দ্র ঢাকা ফিরে আসার কোন সম্ভাবনা নেই

কূটনৈতিক রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেক বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বার বার হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে শুধু বিদেশী নয়, সব নাগরিকের মধ্যেই শঙ্কার সৃষ্টি করতে পারে। সরকার নিরাপত্তা রক্ষায় কার্যকর উদ্যোগ নিয়েছে এটা প্রশংসনীয়, কিন্তু বার বার হামলার ঘটনা বন্ধ হবে এটাই কাম্য। ভিসার আবেদন কেন্দ্র দিল্লী থেকে ঢাকায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই। সোমবার রাজধানীর বারিধারায় তার বাস ভবনে কূটনৈতিক প্রতিবেকদের সংগঠন ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ্যালিসন ব্লেক আরও বলেন, হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। কিন্তু তারপরও এখনও আরও উন্নতি প্রয়োজন। বিশেষ করে একজন যুবক বিমানবন্দরে ঢুকে নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা চালানোর ঘটনার পর এটা জরুরী যে নিরাপত্তার ব্যাপারে আরও নজরদারির প্রয়োজন রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ঢাকা-লন্ডন সরাসরি কার্গো আবারও চালু হতে পারে। অনুষ্ঠানে সভাপতি ও সঞ্চালনা করেন ডিক্যাব সভাপতি আঙ্গুর নাহার মন্টি। সঞ্চালনা করেন ডিক্যাব সাধারণ সম্পাদক পান্থ রহমান। প্রধান অতিথির বক্তৃতায় হাইকমিশনার এ্যালিসন ব্লেক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাসবাদ এবং সহিংসতার বিরুদ্ধে যে দৃঢ় বক্তব্য রেখেছেন এবং জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরও বলেন, হত্যা কিংবা বর্বর সহিংস ঘটনাগুলোর তদন্ত না হলে, দোষীরা শাস্তি না পেলে নিরাপত্তা পরিস্থিতিই শুধু দুর্বল হয় না, তা আইনের শাসনকেই শেষ করে দেয় এবং এটা শুধু প্রান্তিক জনগোষ্ঠী নয়, দেশের সব নাগরিকের নিরাপত্তা সম্পর্কে শঙ্কা বাড়িয়ে দেয়। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বার বার হামলার ঘটনা কখনই কাম্য নয়। এসব ঘটনা বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে। আশা করা যায়, এ ধরনের নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি বন্ধ হবে। তিনি বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে সহনশীলতা ও সমন্বিত সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্যের বাংলাদেশ সম্পর্কে বিদেশে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা থাকে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পহেলা জুলাই হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গী হামলার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর অভিযান নিরাপত্তা সম্পর্কে আস্থার পরিবেশ সৃষ্টি করেছে। তবে সন্ত্রাসবাদ এখন বৈশি^ক সঙ্কট এবং এর মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জরুরী। সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে যৌথ প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলেও তিনি জানান। গণতন্ত্র এবং নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্র সুসংহত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যুক্তরাজ্য বিশ^ব্যাপী কাজ করছে। বাংলাদেশের সঙ্গেও কাজ করছে। বিশেষ করে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন কে গণতন্ত্রের অপরিহার্য শর্ত মনে করে যুক্তরাজ্য। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেটা বাংলাদেশের সরকার এবং জনগণই ঠিক করবে। এ নিয়ে অন্য কোন দেশের মন্তব্য করা শোভন নয়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান কিভাবে লন্ডনে দীর্ঘদিন বাস করছেন জানতে চাইলে হাইকমিশনার এ্যালিসন ব্লেক বলেন, এ ব্যাপারে কোন মন্তব্য করার এখতিয়ার তার নেই। যুক্তরাজ্যের ভিসা পাওয়া নিয়ে জটিলতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাজ্য সরকারের কেন্দ্রীয় নীতির আলোকেই ঢাকা থেকে ভিসা কেন্দ্র দিল্লীতে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে এটি ঢাকায় ফিরে আসার কোন সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের নাগরিকদের ভিসার আবেদনের ক্ষেত্রে যুক্তরাজ্য আন্তরিক বলেও তিনি জানান।
×