ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল

নতুন সংযোজন আসিয়ান দেশ

প্রকাশিত: ০৬:১৩, ১৫ নভেম্বর ২০১৬

নতুন সংযোজন আসিয়ান দেশ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছরের ফেব্রুয়ারিতে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ’ ফুটবলের দ্বিতীয় আসর। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিতব্য এই আসরে এই প্রথমবারের মতো সংযোজিত হতে যাচ্ছে আসিয়ান অঞ্চলের একাধিক ফুটবল ক্লাব। বাফুফে সূত্রে জানা গেছে, এই তালিকায় আছে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ক্লাবগুলো। তবে সিঙ্গাপুরের সম্ভাবনা একটু কম। এছাড়া গত আসরের মতো এবারও ভারত থেকে খেলবে দুটি ক্লাব। এছাড়া তালিকায় আছে আফগানিস্তান এবং নেপালও। শেষের দেশটির কোন ক্লাব অবশ্য গত আসরে অংশ নেয়নি। যথারীতি গতবারের তো এবারও বাংলাদেশের তিনটি ফুটবল ক্লাব খেলবে। এদের মধ্যে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী খেলবে সরাসরি স্বাগতিক দল হিসেবে। এছাড়া বাংলাদেশে প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলকেও আমন্ত্রণ জানানো হবে। সেক্ষেত্রে লীগের চ্যাম্পিয়ন দল হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে ঢাকা আবাহনী, যারা গতবারও খেলেছিল। উল্লেখ্য, প্রথম আসরটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ২০-৩০ অক্টোবর পর্যন্ত। ফাইনালে ভারতের ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবকে ৩-১ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চট্টগ্রাম আবাহনী। ব্যাডমিন্টন খেলোয়াড় সমিতির নির্বাচন নিয়ে দ্বন্দ্ব স্পোর্টস রিপোর্টার ॥ ৫ বছর পর নির্বাচন হলো ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সমিতির। সোমবার সভাপতি পদে আবদুল্লাহ আল মাহবুবের স্থলাভিষিক্ত হয়েছেন অহিদুজ্জামান রাজু। তিনি গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে সাধারণ সম্পাদক হয়েছেন সিলেটের সিব্বির আহমেদ। রাজধানীর একটি হোটেলে বার্ষিক সাধারণ সভায় নির্বাচন কমিশনার ছিলেন নোয়াখালীর মোঃ আলমগীর। সারাদেশের তিন শতাধিক শাটলার উপস্থিত ছিলেন এ সভায়। মাহবুব দীর্ঘদিন বিদেশে থাকায় ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন শাটলার এনায়েত উল্লাহ খান। তবে হঠাৎ করে এই নির্বাচন মেনে নিতে পারেননি বিকেকেএসের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ খান। তিনি বলেন, ‘আমার সঙ্গে আগে কোন যোগাযোগই করেনি সাধারণ সম্পাদক রাজু। আমাকে শুধু অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানানো হয়। এসে দেখি তাদের পরিকল্পনা আগ থেকেই গোছানো ও সাজানো। আমাকে যদি আগে বলা হতো তাহলে স্বেচ্ছায় সভাপতি পদ ছেড়ে দিতাম। এখন আমাকে ডেকে এনে অপমান করা হয়েছে। তারপরও বলছি, আজ নির্বাচনের দিন তারিখ ঠিক হোক। পরবর্তীতে ওই তারিখে নির্বাচনের সব ব্যয়ভার আমি বহন করব। আর এখানে অনেক শাটলারই অনুপস্থিত।’ নতুন সভাপতি ওহিদুজ্জামান রাজু বলেন, ‘খেলোয়াড়দের পক্ষে কথা বলার কেউ ছিল না। আগের সভাপতি গত পাঁচ বছরে কোন কাজই করেননি। একটি মিটিংও তিনি করেননি।
×