ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুশফিকের এক হাজার রানের মাইলফলক

প্রকাশিত: ০৬:১২, ১৫ নভেম্বর ২০১৬

মুশফিকের এক হাজার রানের মাইলফলক

স্পোর্টস রিপোর্টার ॥ এতটা উৎফুল্ল অবস্থায় খুব কমই দেখা গেছে মুশফিকুর রহীমকে। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চিটাগাং ভাইকিংসকে ৭ উইকেটে বিধ্বস্ত করেছে তার দল বরিশাল বুলস। মুশফিকের হাঁকানো চার থেকেই বড় এ জয়টা এসেছে। সে কারণেই উল্লাস প্রকাশ করলেন ভিন্ন ভঙ্গিমায়। এর পেছনে আরেকটি কারণও আছে। জয়সূচক বাউন্ডারি হাঁকানোর দুই বল আগেই নতুন এক উচ্চতায় পৌঁছেন তিনি শুভাশিষ রায়ের করা শেষ ওভারের দ্বিতীয় বলে চার হাঁকিয়ে। প্রথম ও একমাত্র ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) আসরে ১০০০ রানের মাইলফল পেরিয়ে যান। বিপিএল ইতিহাসে আর কেউ এত রান করেননি। দলের জয়, নিজের দুর্দান্ত ফর্ম- এ কারণেই বাড়তি উদযাপন করেছেন বলে জানিয়েছেন মুশফিক। এখন পর্যন্ত এ আসরে ৪ ম্যাচে দুটি অর্ধশতকসহ দ্বিতীয় সর্বাধিক ১৭৪ রান করেছেন তিনি। নিজের পারফর্মেন্স নিয়েও সংবাদ সম্মেলনে সন্তোষ প্রকাশ করেছেন। দেশের সবচেয়ে জনপ্রিয় আসর বিপিএল টি২০ আসরে বরারবরই ব্যাট হাতে দারুণ সফল মুশফিক। সবাইকে ছাড়িয়ে অনেক উঁচুতে আগে থেকেই। তবে ব্যক্তিগত নৈপুণ্যে সফল হলেও দলগত পারফর্মেন্স কোন সময় ভাল হয়নি। এবারও নিজের ব্যক্তিগত নৈপুণ্যটা ধরে রেখেছেন তিনি। সেই সঙ্গে দলও আছে দারুণ ফর্মে। এবার বিপিএলের চতুর্থ আসরে বরিশাল বুলসকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিক। প্রথম ম্যাচে তার দল হার দিয়ে শুরু করেছিল। এরপর টানা তিনটি জয়ে এখন যৌথভাবে শীর্ষস্থান দখলে রেখেছে গত আসরের রানার্সআপরা। দলের এমন সাফল্যের পেছনে আছে মুশফিকের দুর্দান্ত ফর্ম। আন্তর্জাতিক টি২০-তে সর্বশেষ ১৬ ম্যাচের ১৪ ইনিংস ব্যাট করে ১৩.১৮ গড়ে করতে পেরেছেন মাত্র ১৪৫ রান! নেই কোন অর্ধশতকও।
×