ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ব্যাট হাতে অবিশ্বাস্য ধারাবাহিক কুইন্টন ডি’কক

হোবার্ট টেস্টে লড়ছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:১১, ১৫ নভেম্বর ২০১৬

হোবার্ট টেস্টে লড়ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টিতে দ্বিতীয় দিনের পুরো খেলাই ভেস্তে যায়। তবু হোবার্ট টেস্টে কঠিন লড়াইয়ে অবতীর্ণ স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে লজ্জাজনকভাবে মাত্র ৮৫ রানে অলআউট হওয়াই এর মূল কারণ। তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে অসিদের সংগ্রহ ১২১ রান। সব মিলিয়ে ইনিংস হার এড়াতে স্টিভেন স্মিথদের চাই আরও ১২০ রান। উসমান খাজা ৫৬ ও স্মিথ ব্যক্তিগত ১৮ রান নিয়ে ব্যাট করছেন। হার এড়াতে এই দু-জনকে আজ বড় ইনিংসই খেলতে হবে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৩২৬/১০। সর্বোপরি ম্যাচ তো বটেই সিরিজেই চালকের আসনে অতিথিরা। প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে ফাফ ডুপ্লেসিসের দল। এই টেস্ট ড্র হলেও সিরিজ হারের সম্ভবনা নেই প্রোটিয়াদের। বরং আজ অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা খারাপ করে বসলে ডুপ্লেসিসদের সামনে জয়ের দারুণ সুযোগ তৈরি হয়ে যাবে। ২৪১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেই জো বার্ন?সকে (০) হারায় অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে কোন রান না তুলেই এ্যাবটের বলে উইকেটকিপার ডি’ককের ক্যাচ হন বার্নস। সেই ধাক্কা সামল দিয়েছেন ডেভিড ওয়ার্নার ও উসমান খাজা। ওয়ার্নার কাইল এ্যাবটের বলে দুর্ভাগ্যজনকভাবে বোল্ড হওয়ার আগে করেন ৪৫ রান। লেগ স্টাম্পের ওপর একটি বল গ্লান্স করতে গেলে বলটি কোম?র ও কনুইয়ে লেগে তার স্টাম্প ভেঙ্গে দেয়! দ্বিতীয় উইকেট জুটিতে ৭৯ রান যোগ করে ভালই এগোচ্ছিলেন তারা। ওয়ার্নার ৪৫ রান করেন ৭৮ বল খেলে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে খাজা আর স্মিথ ৪২ রান তুলে নিয়েছেন। ১০৩ বলে এসেছে খাজার অপরাজিত ৫৬ রানের ইনিংসটি। স্মিথ ৩২ বল খেলে করেছেন ১৮। বৃষ্টির কারণে দ্বিতীয় দিনে একটি বলও মাঠে গড়ায়নি। আর ৫ উইকেটে ১৭১ রান নিয়ে প্রথম দিন শেষ করা দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিন নিজেদের সংগ্রহকে নিয়ে যায় ৩২৬ রানে। প্রোটিয়াদের ২৪১ রানের লিডে বড় ভূমিকা অবিশ্বাস্য ফর্মে থাকা কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমার। ডি’ কক খেলেছেন ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস। ১২ নম্বর টেস্টে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ১৪৩ বলে ১৭ চারে সাহায্যে ওয়ানডে স্টাইলে এই রান করেন তিনি। এর মধ্য দিয়ে টানা পাঁচ ইনিংসে হাফসেঞ্চুরি পেলেন ডি’ককÑ ৮২ ও ৫০, ৮৪ ও ৬৪ এবং এখানে ১০৪! এ বছর তার টেস্ট গড় ৮২.২৩। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে কম বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন ২৪ বছরের ডি’কক! ইনিংসে বাভুমার ব্যাট থেকে এসেছে লড়াকু ৭৪ রান। জশ হ্যাজেলউড ৬ উইকেট তুলে নিয়েও দক্ষিণ আফ্রিকার বড় সংগ্রহের পথে বাধা হতে পারেননি। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৮৫/১০ (৩২.৫ ওভার; স্মিথ ৪৮*, জো মিনে ১০, ওয়ার্নার ১, বার্নাস ১, খাজা ৪, ভোজেস ০, ফার্গুসন ৩, নেভিল ৩, মিলনে ১০, স্টার্ক ৪, হ্যাজলউড ৮, লেয়ন ২; ফিল্যান্ডার ৫/২১, এ্যাবট ৩/৪১, রাবাদা ১/২০) ও দ্বিতীয় ইনিংস ১২১/২ (৩৬ ওভার; খাজা ৫৬*, ওয়ার্নার ৪৫, স্মিথ ১৮*; এ্যাবট ২/৫৫) দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ৩২৬/১০ (১০০.৫ ওভার; ডি’কক ১০৪, বাভুমা ৭৪, আমলা ৪৭, ফিল্যান্ডার ৩২, স্টিফেন কুক ২৩, এলগার ১৭, ডুপ্লেসিস ৭, ডুমিনি ১, এ্যাবট ৩; হ্যাজলউড ৬/৮৯, স্টার্ক ৩/৭৯, জো মিনে ১/৮৫)। ** তৃতীয় দিন শেষে
×