ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ম্যাচে পার্থক্য গড়া খেলোয়াড়রাই সেরা ॥ ভ্যান বাস্তেন

প্রকাশিত: ০৬:১০, ১৫ নভেম্বর ২০১৬

ম্যাচে পার্থক্য গড়া খেলোয়াড়রাই সেরা ॥ ভ্যান বাস্তেন

স্পোর্টস রিপোর্টার ॥ খেলোয়াড় হিসেবে আয়াক্স-মিলানের হয়ে আলো ছড়িয়েছেন মার্কো ভ্যান বাস্তেন। বর্তমানে হল্যান্ডের সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন সাবেক এই তারকা ফুটবলার। তার মতে ম্যাচে যারা পার্থক্য গড়ে দেয় তারাই সেরা ফুটবলার। এ প্রসঙ্গে এক সাক্ষাতকারে ৫২ বছর বয়সী ভ্যান বাস্তেন বলেন, ‘আপনি নিজেকেই প্রশ্ন করে দেখুন না: এই গ্রহের সেরা ফুটবলার কে? আমার মতে যে ম্যাচে পার্থক্য গড়ে দিবে এবং খেলায় গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন তিনিই সেরা। তবে দিন শেষে যে গোল করে তাকেই সেরা হিসেবে বিবেচিত করা হয়। আমার মতে সেই সেরা খেলোয়াড় যে মানুষের কল্পনা শক্তিতে জায়গা করে নেয়।’ ভ্যান বাস্তেন এ সময় রক্ষণসৈনিক এবং গোলরক্ষকদের অবদানকেও গুরুত্ব দিয়েছেন। তার মতে, ‘যারা ড্রিবল, সহায়তায় এবং গোল করে তাদের সেই মুহূর্তটাই বেশি মনে রাখে মানুষ। কিন্তু অসংখ্য ডিফেন্ডার আছেন যারা তাদের সেরাটা দিয়ে খেলে থাকেন এমনকি অনেক গোলরক্ষকও ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’ এদিকে জ¬াতান ইব্রাহিমোভিচ নাকি এই মার্কো বাস্তেনের কাছ থেকেই অনেক কিছু শিখেছেন বলে মন্তব্য করেছেন ফ্যাবিও ক্যাপেলো। ইব্রাহিমোভিচ যখন জুভেন্টাসে খেলেন তখন তার কোচ ছিলেন ক্যাপেলো। এ বিষয়ে সাবেক ইংল্যান্ডের কোচ বলেন, ‘জুভেন্টাসে তার প্রথম স্পেলে...আমি লক্ষ্য করলাম যে সে খুবই দুর্বল। বিশেষ করে বল কিক করার সময় তার শট তেমন শক্তিশালী ছিল না। সে নিজে গোল করার চেয়ে সতীর্থদের দিয়ে গোল করাতে বেশি ভালবাসতো। তাই আমি তাকে গোলমুখে আরও বেশি নির্দয় হওয়ার জন্য পরামর্শ দিলাম। তার কৌশলগত দক্ষতা ছিল ঠিক ভ্যান বাস্তেনের মতোই। তাই তাকে বাস্তেনের কিছু ভিডিও দেখাতাম।’
×