ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল ফিক্সিং

রাসেল-রহমতগঞ্জ ম্যাচ তদন্ত করবে বাফুফে

প্রকাশিত: ০৬:১০, ১৫ নভেম্বর ২০১৬

রাসেল-রহমতগঞ্জ ম্যাচ তদন্ত করবে বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে গত ৫ নবেম্বর অনুষ্ঠিত শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার ম্যাচটি (খেলায় শেখ রাসেল জয়ী হয় ২-০ গোলে) পাতানো ছিল কিনা, সে বিষয়ে তদন্ত করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। এদিকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টসের সঙ্গে কোন দূরত্ব সৃষ্টি হয়নি বলেও দাবি করেন বাফুফের এই উর্ধতন কর্মকর্তা। বাংলাদেশ প্রিমিয়ার লীগের এই ম্যাচটিকে ঘিরেই যত আপত্তি। সমঝোতার অভিযোগ উঠলেও এই খেলা নিয়ে এতদিন চুপচাপই ছিল বাফুফে। কিন্তু সাইফ গ্লোবাল স্পোর্টসের পক্ষ থেকে পৃষ্ঠপোষকতা বাতিলের হুমকির পরই যেন টনক নড়ে ফেডারেশনের! ম্যাচ গড়াপেটার অভিযোগে বাফুফে নীরব থাকলেও, সরব ছিল গণমাধ্যম। তাই অনেকটা বাধ্য হয়েই পদক্ষেপ নিতে যাচ্ছে ফেডারেশন। তাদের দাবিÑ ইতোমধ্যেই নাকি তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কমিটি। এদিকে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের অসহযোগিতার অভিযোগ তুললেও বিষয়টি অস্বীকার করেছে বাফুফে। আর সাইফ গ্লোবাল স্পোর্টসের সঙ্গে তাদের চুক্তির পাঁচ বছরে সম্পর্কের কোন অবনতি ঘটবে না বলেও বিশ্বাস পেশাদার লীগ কমিটি চেয়ারম্যানের। তবে ম্যাচ পাতানোর অভিযোগ আমলে নিলেও লীগের দ্বিতীয় পর্বে এসে যে বিপিএল দর্শক খরায় ভুগছে, তা নিয়ে কোন কার্যকর পদক্ষেপ নেই পেশাদার লীগ কমিটির। উল্লেখ্য, রহমতগঞ্জের বিপক্ষে পাতানো ম্যাচ খেলার অভিযোগ এর আগে উঠেছে এবং তারা কঠিন শাস্তিও পেয়েছিল। ২০১১ সালের জুলাইয়ে গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় পর্বে লীগ শিরোপাধারী শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস ক্লাবের ম্যাচটিকে ‘সমঝোতার ম্যাচ’ বলে আখ্যায়িত করেছিল পাতানো ম্যাচের বিষয়ে বাফুফের তদন্ত কমিটি। এ জন্য শেখ জামাল ধানম-ি ক্লাবকে ২০ লাখ টাকা ও রহমতগঞ্জকে ৫ লাখ টাকা জরিমানা এবং রহমতগঞ্জ ফুটবল সম্পাদক সালাউদ্দিন কালা ও গোলরক্ষক ইরান শেখকে যথাক্রমে তিন ও দুই বছরের জন্য ফুটবল কার্যক্রমে নিষিদ্ধ করা হয়েছিল সে সময়। চলতি লীগে শেখ রাসেলের সঙ্গে মোকাবেলার আগের ম্যাচেও ১-২ গোলে মোহামেডানের কাছে হেরেছিল রহমতগঞ্জ। সেই ম্যাচে নাইজিরিয়ান ডিফেন্ডার এলেটা বেঞ্জামিন জুনিয়রের খেলার ধরন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু। বিস্ময়কর বিষয় হচ্ছেÑ রাসেলের বিপক্ষে ম্যাচে সেই এলেটাকেই ভারপ্রাপ্ত অধিনায়ক করেন কামাল বাবু!
×