ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংলিশদের বাধা এবার স্পেন, মাঠে নামছে সুইডেন ও ফ্রান্স

জার্মানি-ইতালির মহারণ আজ

প্রকাশিত: ০৬:০০, ১৫ নভেম্বর ২০১৬

জার্মানি-ইতালির মহারণ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর সাবেক চ্যাম্পিয়ন ইতালি। আজ হাই-প্রোফাইল প্রীতি ম্যাচে মাঠে নামছে বিশ্বফুটবলের সেরা দুই দল। সান সিরোতে ব্রাজিল বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানিকে আতিথ্য দেবে ইতালি। এই ম্যাচের দিকে আলাদা করেই দৃষ্টি রাখছেন ফুটবলপ্রেমীরা। সমর্থকদের আজ চোখ থাকবে স্পেন-ইংল্যান্ডের ম্যাচেও। বিশ্বফুটবলের সফল দুই দল ইতালি, জার্মানি। দুটি দলই সমান চারবার করে শিরোপার স্বাদ পেয়েছে। দুই বছর আগে দুই যুগের অবসান ঘটিয়ে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জিতে জার্মানি। আর ইতালি শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল এক দশক আগে। যে কারণে আজ্জুরিদের চোখ এবার রাশিয়া বিশ্বকাপে। অন্যদিকে জার্মানির লক্ষ্য এবারও শিরোপা নিজেদের করে রাখা। সেই লক্ষ্যেই যেন ছুটছে এই দুই দল। শেষ ছয় ম্যাচে মাত্র একটিতে হেরেছে ইতালি। চারটিতে জয় আর বাকি ম্যাচে হেরেছে তারা। অন্যদিকে জার্মানি আরও দুর্দান্ত। এ বছরে ইউরোর সেমিফাইনাল ছাড়া আর কোন ম্যাচেই হার দেখেনি তারা। তার মানে শেষ পাঁচ ম্যাচের সবই জয়ের স্বাদ পেয়েছে জোয়াকিম লোর দল। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এই ম্যাচগুলোতে প্রতিপক্ষের জালে ১৮ বার বল জড়িয়েছে তারা। বিনিময়ে কোন গোলই খেতে হয়নি জার্মানিকে! তাই একথা বলার অপেক্ষা রাখে না যে এই মুহূর্তে দুর্দান্ত গতিতে ছুটছে জার্মানি। গত সপ্তাহে সান মেরিনোর বিপক্ষেও ৮-০ গোলের বড় জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, এই জয়ে অনন্য এক ইতিহাস গড়েছেন জার্মানির অভিজ্ঞ কোচ জোয়াকিম লো। জার্মানির কোচ হিসেবে এটি ছিল তার ৯৫তম জয়। জার্মানির ইতিহাসে কোন কোচই তার চেয়ে বেশি ম্যাচ জিততে পারেনি। লো ভেঙেছেন সেপ হারবার্জারের রেকর্ড। ১৯৩৬-১৯৬৪ পর্যন্ত দুই দফায় জার্মানিকে ৯৪ ম্যাচ জিতিয়েছিলেন সাবেক কোচ হারবার্জার। মাঝে ১৯৪২ থেকে ১৯৫০ পর্যন্ত অবশ্য জার্মান দলের কোন কোচই ছিল না। এ সময় জার্মানি কোন ম্যাচও খেলেনি। জয়ের হারেও এগিয়ে আছেন লো। ৯৫তম জয় পেয়েছেন তিনি ১৪২তম ম্যাচে। হারবার্জারের অধীনে জার্মানি খেলেছিল ১৬৭ ম্যাচ। হারবার্জারের ৯৪ জয়ের মধ্যে আছে ১৯৫৪ বিশ্বকাপের ফাইনালটাও। জোয়াকিম লোর অধীনেও ২০১৪ বিশ্বকাপ জিতেছে জার্মানি। জার্মানির কোচদের মধ্যে জয়ের হিসাবে এই দুজনের পরেই আছেন ১৯৭৪ বিশ্বকাপ ও ১৯৭২ ইউরো জেতানো কোচ হেলমুট শন। ১৯৬৪ থেকে ১৯৭৮ পর্যন্ত শনের অধীনে ১৩৯ ম্যাচ খেলে ৮৭ জয় পেয়েছে জার্মানি। এদিকে ওয়েম্বলি স্টেডিয়ামে আজ মাঠে নামছে ইংল্যান্ড-স্পেন। এই ম্যাচেও আলাদা করে চোখ থাকবে সমর্থকদের। স্যাম এ্যালারডাইসের বরখাস্তের পর অন্তর্বর্র্তীকালীন কোচ হিসেবে চতুর্থ এবং শেষ ম্যাচ খেলবেন আজ গ্যারেথ সাউথগেট। তার অধীনে এর আগের ম্যাচে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে ইংল্যান্ড ৩-০ গোলে হারায় স্কটল্যান্ডকে। এই ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ইতিহাসের সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়ে ইংল্যান্ড। সেই সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে টানা ৩৩ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে ইংল্যান্ড। তবে গ্যারেথ সাউথগেটের বড় পরীক্ষাটা আজ। ইউরো-বিশ্বকাপ-ইউরোজয়ী স্পেনের বিপক্ষে। সাউথগেট নিজেও মানছেন তা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য এটা সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।’ তবে চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে পাচ্ছেন না স্প্যানিশ কোচ জুলেন। তারপরও প্রতিপক্ষকে নিয়ে বেশ সতর্ক ইংল্যান্ড। এ বিষয়ে সাউথগেট বলেন, ‘যদিওবা তারা কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামবে তারপরও তাদের দল বেশ শক্তিশালী।’ এছাড়া দিনের অন্য ম্যাচগুলোতে রাশিয়া-রোমানিয়ার, মাল্টা-আইসল্যান্ডের, হাঙ্গেরি-সুইডেনের, ইউক্রেন-সার্বিয়ার, চেকপ্রজাতন্ত্র-ডেনমার্কের, অস্ট্রিয়া-সেøাভাকিয়ার, নর্দান আয়ারল্যান্ড-ক্রোয়েশিয়ার এবং ফ্রান্স-আইভরিকোস্টের মুখোমুখি হবে।
×