ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও পরিশ্রমী হতে চান সানিয়া

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ নভেম্বর ২০১৬

আরও পরিশ্রমী হতে চান সানিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ গত এক দশক ধরেই টেনিসের ডাবলসে আলো ছড়াচ্ছেন সানিয়া মির্জা। দারুণ সাফল্যের সঙ্গেই বিশ্ব টেনিসে ভারতের প্রতিনিধিত্ব করছেন তিনি। বর্তমানেও বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের দ্বৈতে শীর্ষে অবস্থান করছেন হায়দরাবাদের এই টেনিস তারকা। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৫ জন ভিন্ন ভিন্ন প্রমীলা টেনিস খেলোয়াড়ের সঙ্গে জুটি বেঁধে টেনিস কোর্টে পারফর্ম করেছেন তিনি। জিতেছেন ৪০টি শিরোপা। অসামান্য কীর্তি গড়ে এই প্রজন্মের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন সানিয়া মির্জা। তবে এই মুহূর্তে তার সামনে দ্বৈতের শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ। ২১টি টুর্নামেন্ট জেতা সানিয়া মির্জার বর্তমান র‌্যাটিং পয়েন্ট হলো ৭৮১৫। এরপর যৌথভাবে র‌্যাঙ্কিংয়ের দুইয়ে আছেন ফ্রান্সের ক্যারোলিন গার্সিয়া এবং ক্রিস্টিনা মাদেনোভিচ। উভয় টেনিস তারকারই রেটিং পয়েন্ট সমান ৭৩৬০। এরপরেই অবস্থান সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস। কিংবদন্তি এই টেনিস তারকার সংগ্রহে ৭৩০০ পয়েন্ট। যে কারণে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখতে ডব্লিউটিএ ফাইনালসে নিজের সেরাটা দিয়েই খেলতে হতো সানিয়া মির্জাকে। আর সেটাই করে দেখিয়েছেন তিনি। কেননা কয়েকদিন আগেই যে টানা ৮০ সপ্তাহ ধরে নারীদের দ্বৈত র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে থাকার রেকর্ড গড়েছেন তিনি। এমন বিরল মাইলফলক স্পর্শ করে ভারত-কন্যা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এরপরই টুইটারে তিনি লিখেছিলেন, ‘টানা ৮০ সপ্তাহ দ্বৈত র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পূরণ করলাম। এটা আমার দারুণ এক পথচলা। এটা আমাকে আরো কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করবে।’ মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটিবদ্ধ হয়ে সানিয়া টেনিস র‌্যাঙ্কিংয়ের দ্বৈতের শীর্ষে ওঠেন গত মৌসুমে। চার্লসটনে ভলভো কার ওপেনের শিরোপা জয়ের পর তারা এই গৌবর অর্জন করেন। ভারতের কোন টেনিস খেলোয়াড়ের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার প্রথম ঘটনা ছিল সেটি। আর এবার সানিয়া নিজেকে নিয়ে গেলেন অন্য উচ্চতায়। সানিয়া শীর্ষে ওঠার পথ তৈরি হয় ২০১৪ সালে। সময়ের হিসাবে সানিয়ার চেয়ে মাত্র তিনজনের বেশি সপ্তাহ এক নম্বরে থাকার উদাহরণ আছে। তারা হলেন@ মার্টিনা নাভ্রাতিলোভা (১৮১), কারা ব্ল্যাক (১৪৫) ও লিয়েজেল হাবার (১৩৪)।
×