ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সবচেয়ে দুঃখী মেরু ভালুক

প্রকাশিত: ০৫:৫৪, ১৫ নভেম্বর ২০১৬

সবচেয়ে দুঃখী মেরু ভালুক

বিশ্বের সবচেয়ে দুঃখী মেরু ভালুক পিজা। এতদিন সে ছিল চীনের একটি শপিং মলে। এটিকে সেখান থেকে সরিয়ে ওশান পার্কে ফিরিয়ে নেয়া হয়েছে। এখানেই সে জন্মেছিল। তবে গোয়াংঝুর গ্র্যান্ডভিউ এ্যাকুরিয়ামের এ পদক্ষেপ সাময়িক সময়ের জন্য। তারা বলছে, সংস্কার কাজের পরই পিজাকে ফিরিয়ে আনা হবে। শপিং মলটি চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেছে, তারা পিজার ফিরে আসতে অপেক্ষায় থাকবে। প্রায় দশ লাখ লোক গোয়াংঝুর এই এ্যাকুরিয়ামকে বন্ধ করে দিতে এক আবেদনে স্বাক্ষর করেছে। হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের চীনা নীতি বিশেষজ্ঞ পিটার লি এক বিবৃতিতে বলেন, ‘পিজা শপিং মলের মধ্যে ছোট্ট একটি জায়গায় থাকে। অবশেষে তার গায়ে সূর্যের আলো পড়বে। গ্রহণ করবে মুক্ত বায়ু। দেখবে নীল আকাশ। তবে শপিং মলের কাছে আমাদের মিনতি, ওশান পার্কেই যেন হয় পিজার স্থায়ী ঠিকানা। কোন সংস্কার কাজই এই জীবটির উপযুক্ত বাসস্থানের জন্য যথেষ্ট নয় এবং তাকে ফিরিয়ে আনা হবে নির্মম ও নিষ্ঠুর কাজ।’ -বিবিসি
×