ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিলামে উঠছে দুর্লভ হীরা

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ নভেম্বর ২০১৬

নিলামে উঠছে দুর্লভ হীরা

নীল রঙের একটি দুর্লভ হীরা এ সপ্তাহে নিলামে আড়াই কোটি ডলারে বিক্রি হতে পারে। ৮ দশমিক শূন্য এক ক্যারেটের স্কয়ার কাটের এ হীরার নাম ‘স্কাই ব্লু ডায়ামন্ড’। সুইজারল্যান্ডের জেনেভায় আগামীকাল বুধবার নিলাম সংক্রান্ত প্রতিষ্ঠান সোদবি’স ম্যাগফিসেন্ট জুয়েলস এ্যান্ড নোবল জুয়েলসে বিক্রির জন্য উঠানো হবে। এ ধরনের সবচেয়ে বড় হীরাগুলোর মধ্যে স্কাই ব্লু ডায়ামন্ড একটি, যা নিলামে বিক্রি হতে যাচ্ছে। নিলামে উঠতে যাচ্ছে এমন অন্য আইটেমের মধ্যে রয়েছে ১৮ শতাব্দীর রুশ হীরা ব্রুস। যার মূল্য ৩০ থেকে ৫০ লাখ ডলারের মধ্যে। আরও রয়েছে পিঙ্ক হীরা। ধারণা করা হচ্ছে, এটি এক কোটি ২২ লাখ ডলারের বেশি দামে বিক্রি হবে। স্কাই ব্লু ডায়ামন্ড শুধু গ্রেডিংয়ের জন্য নয়, রঙের জন্যও আকর্ষণীয়। সোদবি’স বলছে, ‘নীল হচ্ছে আস্থা, সততা, আনুগত্য, বিশ্বস্ততা ও দায়িত্বের প্রতীক। উচ্চ মূল্যবোধ এবং শান্তি কামনায়ও এই রং ব্যবহৃত হয়। নীল হীরা বড়ই দুর্লভ এবং সাম্প্রতিক বছরগুলোতে এর দাম আকাশচুম্বী হয়েছে।’ ২০১৫ সালের নবেম্বরে ১২ দশমিক শূন্য তিন ক্যারেটের একটি নীল হীরা কেনেন হংকংয়ের ব্যবসায়ী জোসেফ লাও, যার দাম ছিল চার কোটি ৮৪ লাখ ডলার। এটি এ যাবতকালের মধ্যে বিক্রি হওয়া বিশ্বের সবচেয়ে দামী হিরা। -সিএনএন
×