ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসপি পতœী মিতু হত্যা

অস্ত্র মামলার শুনানি ২২ নবেম্বর

প্রকাশিত: ০৫:৫৩, ১৫ নভেম্বর ২০১৬

অস্ত্র মামলার শুনানি ২২ নবেম্বর

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার চার্জ শুনানি আগামী ২২ নবেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে রবিবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিচারক ছুটিতে থাকায় পরবর্তী তারিখ ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও মহানগর পিপি এ্যাডভোকেট মোঃ ফখরুদ্দিন চৌধুরী জানান, মামলার চার্জ শুনানির জন্য রবিবার তারিখ নির্ধারিত থাকলেও তা হয়নি। সিএমএম আদালত থেকে গত ২৭ অক্টোবর মামলাটির নথি দায়রা জজ আদালতে আসে। এ মামলার দুই আসামি হলেন অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ভোলা (৪১) ও অস্ত্রের রক্ষক মনির হোসেন মনির। বাকলিয়া থানা পুলিশ ২৮ জুন নগরীর রাজাখালী এলাকার ভোলার কলোনি থেকে উদ্ধার করে মিতু হত্যায় ব্যবহৃত একটি রিভলভার ও একটি পিস্তল। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মোঃ কামরুজ্জামান বাদী হয়ে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। গত ২৮ জুলাই এ দুই আসামির বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন বাকলিয়া থানার এসআই মোঃ মহিম উদ্দিন। উল্লেখ্য, এসপি বাবুলের স্ত্রী মিতু গত ৫ জুন সকালে নগরীর জিইসি মোড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নৃশংসভাবে খুন হন।
×