ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিম, মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার

মোবাইলে লটারি জেতার নামে প্রতারণা, চার বিদেশী আটক

প্রকাশিত: ০৫:৪৮, ১৫ নভেম্বর ২০১৬

মোবাইলে লটারি জেতার নামে প্রতারণা, চার বিদেশী আটক

স্টাফ রিপোর্টার ॥ মোবাইলে লটারি জেতার নামে প্রতারণার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪ বিদেশীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিম, মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়। রাজধানীর উত্তরায় রবিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা বিভিন্ন লটারিতে মিলিয়ন ডলার জয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। র‌্যাব কয়েকজন প্রতারিত ব্যক্তির অভিযোগ তদন্তের পর পর্যাপ্ত প্রমাণাদি হাতে নিয়ে তাদের আটক করে। র‌্যাবের তদন্তে উঠে আসে- উত্তরার ১৪ নং সেক্টরের রোড নং-১৪, বাড়ি নং-১৯, শরিয়তপুর ডিপার্টমেন্টাল সেন্টারের একটি বিকাশ এজেন্ট থেকে গত ৩০ অক্টোবর হতে ১০ নবেম্বর পর্যন্ত মোট এগারো লাখ দুই হাজার তিনশত আশি টাকা এই প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে। এরপর রবিবার রাতে নাইজিরিয়ান নাগরিক ইব্রাহীমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে- লন্ডন গেস্ট হাউসে (হাউজ নং-৪৭, রোড নং-১০, সেক্টর নং-৬) অভিযান চালিয়ে আরও ২জনকে ১২টি মোবাইল, ২২টি বিদেশী সিমকার্ড ৪টি ক্রেডিট কার্ড, ১টি ডেবিট কার্ড, ২টি ল্যাপটপ, ৪টি মডেম ও অন্যান্য ইলেক্ট্রনি সামগ্রীসহ গ্রেফতার করা হয়। এ চক্রের কাছ থেকে মোট ১৪টি মোবাইল, ২৪টি দেশী-বিদেশী সিম, ৩টি ল্যাপটপ, ৫টি মডেম, ৫টি ক্রেডিট কার্ড, ১টি ডেবিট কার্ড, নাইজিরিয়ান নায়রা ১৫,৪৯০টি, বাংলাদেশী টাকা সত্তর হাজার ও ইউএস ডলার ১২০ উদ্ধার করা হয়। র‌্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, নাইজিরিয়ান নাগরিক কেলেচি প্রিন্স জন (৪০) ও এনকেম স্যামুয়েল আজুবুইক (৩৫) গত ১২ অক্টোবর বাংলাদেশে আগমন করে। তারা এ চক্রের অন্য সদস্যদের যোগসাজশে এই প্রতারণার কাজ শুরু করে। তারা লন্ডন গেস্ট হাউসের ৩০৭ নং রুমে অবস্থান করেন। তাদের ব্যবহৃত একাধিক মোবাইল ফোন হতে লাখ লাখ গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল গ্রাহককে লটারিতে টাকা অথবা আর্কষণীয় পুরস্কার পেয়েছে মর্মে বিভিন্ন এসএমএস প্রদান করা হয়। এসএমএস এ বলা হয়, যদি টাকা অথবা পুরস্কারটি প্রহন করতে চান তাহলে গ্রাহকদের নাম ঠিকানা, মোবাইল নম্বর এসএমএস অথবা ইমেইলে তাদের নিকট প্রেরণ করতে হবে। আর যখনই কোন বাংলাদেশী গ্রাহক তাদের সঙ্গে যোগাযোগ করে তখন গ্রাহকদের এসএমএস’র মাধ্যমে বলা হয়, তার পুরস্কারটি বা পার্সেলটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে এসেছে। পার্সেলটি কাস্টমস শাখা থেকে ডেলিভারি করাতে নিদিষ্ট পরিমাণ টাকা তাদের দেয়া নির্দিষ্ট বিকাশ নম্বরে প্রেরণ করতে হবে। সন্দেহবশত কোন প্রতারিত ব্যক্তি সরাসরি টাকা প্রদান করতে চাইলে প্রতারকরা ফোনটি রোমিও এবং সে বিদেশে অবস্থান করছে বলে জানায়। সংবাদ সম্মেলনে জানানো হয়- সরল বিশ্বাসী গ্রাহকগণ ওই নম্বরে টাকা পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছেন। প্রতারক কেলেচি প্রিন্স জন, এনকেএম স্যামুয়েল আজুবুইক ও ডেনিস ওকুধিরি চিফের একাধিক নম্বর হতে এসএমএস প্রেরণ এবং ল্যাপটপে ইমেইলের জবাব দিতেন। আসামি ইব্রাহিম (২৯) বিকাশ এজেন্ট হতে টাকা সংগ্রহ করতেন। জিজ্ঞাসাবাদে তারা বরাবরের মতোই স্বীকার করেন-তারা এদেশে গার্মেন্টস ব্যবসা এবং ফুটবল খেলতে এসেছিলেন।
×