ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টর্চের আলোয় খাবার রান্না

প্রকাশিত: ০৫:৪৬, ১৫ নভেম্বর ২০১৬

টর্চের আলোয় খাবার রান্না

বন্ধুরা মিলে কোথাও বেড়াতে গেছেন, আশপাশে ভাল খাবার হোটেল নেই। মন চাইল নিজেই রান্না করে খাবেন। কিন্তু চুলার অভাবে তা পারছেন না। আর চিন্তা নেই। আপনাকে এই সমস্যার সমাধান দেবে হাতে থাকা টর্চ লাইট। এই টর্চ লাইটের আলোর তাপে ডিমভাজি, ডিমসিদ্ধসহ অন্যান্য হাল্কা খাবার তৈরি করা যায়। প্রখ্যাত লাইট নির্মাতা প্রতিষ্ঠান উইকড লেজার কোম্পানি এই লাইট বাজারে এনেছে। লাইটটির নাম ফ্ল্যাশ টর্চ মিনি। এটির দাম মাত্র ২শ’ ডলার। লাইটটির আলোর তীব্রতা দুই হাজার তিন শ’ লিউমেন। এই আলো কোন দাহ্য পদার্থের ওপর ফেললে সহজেই আগুন ধরে যাবে। খবরে বলা হয়েছে, একসঙ্গে এক শ’টি লাইট জ্বালালে যে তাপ উৎপন্ন হয় এই একটি ফ্ল্যাশ টর্চ মিনি লাইট একই পরিমাণ তাপ উৎপন্ন করতে পারে। লাইটটির দৈর্ঘ্য সাড়ে আট ইঞ্চি আর ওজন মাত্র দশমিক ৮৫ পাউন্ড। এটি সহজেই ব্যাকপ্যাক অথবা পকেটে বহন করা যায়। এটি একবার পূর্ণ চার্জ দিলে অন্তত এক শ’ মিনিট কাজ করতে পারে। ব্যাটারি না খুলেই একটি ছোট্ট চার্জারের সাহায্যে এই লাইট চার্জ দেয়া যায়। -গিজমো অনলাইন অবলম্বনে
×