ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ০৫:৪৫, ১৫ নভেম্বর ২০১৬

অগ্নিসংযোগকারীদের ধরিয়ে দিতে লাখ টাকা পুরস্কার ঘোষণা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দু বাড়িতে তৃতীয় দফা আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ নিয়ে উদ্বেগ বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। আগের ঘটনাগুলোয় মামলা হয়েছে। রবিবার ভোরের ঘটনা নিয়ে এখন মামলা সংখ্যা দাঁড়িয়েছে ৩-এ। এদিকে হিন্দু বাড়ি-ঘরে অগ্নিসংযোগকারীদের ধরতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের পক্ষ থেকে এ পুরস্কার প্রদান করা হবে। সরকার ও প্রশাসনকে বেকায়দায় ফেলতেই আগুন দেয়ার ঘটনা ঘটছে। তৃতীয় দফায় অগ্নিকা-ের পরও কেউ গ্রেফতার না হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর আগে ৩ নবেম্বর পাঁচ হিন্দু বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। সে ঘটনায় পৃথক দুটি মামলা হয়। তাতে আসামি করা হয় অন্তত ৩শ’ অজ্ঞাত ব্যক্তি। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে। পুলিশ সে মামলায় কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। অন্যদিকে নাসিরনগরের ৩০ অক্টোবরের মৌলবাদী তা-বের সঙ্গে জড়িত ৭৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে আগুন দেয়ার সঙ্গে জড়িতদের এখনও গ্রেফতার করতে পারেনি। সর্বশেষ রবিবার ভোরের ঘটনার পর পুলিশ জানিয়েছে অগ্নিকা-ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হচ্ছে। অপরাধীদের ধরতে প্রযুক্তিগত তদন্ত চালানো হচ্ছে। বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। খুব অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে বলে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জানিয়েছেন। নাসিরনগরে রবিবার ভোররাতে অগ্নিসংযোগের ঘটনায় থানায় ক্ষতিগ্রস্ত ছোট্টু লাল দাস বাদী হয়ে একটি মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে একাধিক ব্যক্তিকে। শত নাগরিক কমিটি ॥ নাসিরনগর পরিদর্শন করেছেন শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক প্রফেসর এমাজ উদ্দিনের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল। সোমবার দুপুরে প্রতিনিধি দলটি ৩০ অক্টোবর নাসিরনগরে ঘটে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর মন্দির ও ভাংচুর এলাকা পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান। এ সময় তিনি এ ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্তসহ প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। প্রতিনিধি দলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট আব্দুল হাই শিকদার, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, বাংলাদেশ বুদ্ধিস্ট মৈত্রী সমিতির প্রেসিডেন্ট উরম বড়ুয়া প্রমুখ।
×