ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কুমিল্লার টানা চতুর্থ হার

বড় জয়ে শীর্ষে ঢাকা ডায়নামাইটস

প্রকাশিত: ০৫:৪৪, ১৫ নভেম্বর ২০১৬

বড় জয়ে শীর্ষে ঢাকা ডায়নামাইটস

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল টি২০) সোমবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৩ রানে হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। চতুর্থ ম্যাচে তৃতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকে ঢাকা পর্ব শেষ করেছে তারা। সমান পয়েন্ট নিয়ে নেট রানরেটে পিছিয়ে বরিশাল বুলস দুইয়ে, খুলনা টাইটান্স তিনে। গত আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা চার ম্যাচের সবগুলোতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে। ম্যাচের দিন সকালে টিম কম্বিনেশন নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে মনোমালিন্যে টিম হোটেল ছেড়ে নিজ বাসায় চলে এসেছিলেন কুমিল্লা অধিনায়ক মাশরাফি। সেটারই প্রভাব যেন মাঠে পড়ল। প্রথমে ব্যাট করে চলতি আসরের সর্বোচ্চ দলীয় ইনিংস ১৯৪ রান তোলে ঢাকা ৫ উইকেট হারিয়ে। জবাবে কুমিল্লা ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১৬১ রান। বল হাতে ব্যর্থ হলেও মাশরাফি ব্যাট হাতে ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে ব্যবধান কমিয়েছেন। টস হেরে আগে নেমে দারুণ ব্যাটিং করে ঢাকা। ৩৩ রানের দ্রুতগতির উদ্বোধনী জুটি দেন মেহেদি মারুফ ও কুমার সাঙ্গাকারা। ১২ বলে ২০ করা সাঙ্গাকারা সাজঘরে ফিরলে জুটি ভাঙ্গে। এরপর দ্বিতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত দেন মেহেদি ও নাসির হোসেন। ১২ ওভারে ১ উইকেটে ওঠে ১১৭ রান! নাসির ৩৫ বলে ৫ চারে ৪৩ রানের কার্যকর ইনিংস খেলে আউট হন। তবে মেহেদি এদিনও ৩৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬০ রানের দারুণ ইনিংস উপহার দেন। পরে সাকিব আল হাসানের ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় করা ২৪ রানে ৫ উইকেটে ১৯৪ রানের বড় সংগ্রহ পায় ডায়নামাইটস। এটি চলতি বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মাত্র ২৮ রানে ৩ উইকেট শিকার করেন কুমিল্লার আফগান লেগ স্পিনার রশিদ খান। জবাব দিতে নেমে ইমরুল কায়েস ও জসিমউদ্দিনের ৩০ রানের উদ্বোধনী জুটিতে দারুণ জবাবের ইঙ্গিত দেয় কুমিল্লা। নাসিরের ঘূর্ণিতে সেটা হয়নি। পরে ডায়নামাইটস বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বিপর্যস্ত হয়ে পরবর্তী ৪০ রানে আরও ৪ উইকেট হারায় কুমিল্লা। ৭০ রানে ৫ টপঅর্ডার ফিরে যাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। অষ্টম উইকেটে মাশরাফি-সোহেল তানভীর ৩৭ রানের জুটি গড়ে ব্যবধান কিছুটা কমিয়েছেন। বিপর্যস্ত কুমিল্লা শিবিরে নিশ্চুপ দর্শকদের মধ্যে বিনোদনের উপভোগ সঞ্চার করেন মাশরাফি ইনিংসের ১৯তম ওভারে সাকিবকে চারটি ছক্কা হাঁকিয়ে। তিনি শেষ ওভারে ৩৫ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৭ রান করে ফিরে যান। ৯ উইকেটে ১৬১ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা। স্কোর ॥ ঢাকা ডায়নামাইটস ইনিংস- ১৯৪/৫; ২০ ওভার (মেহেদি ৬০, নাসির ৪৩, সাকিব ২৪, সাঙ্গাকারা ২০; রশিদ ৩/২৮, আলআমিন ১/৭)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইনিংস- ১৬১/৯; ২০ ওভার (মাশরাফি ৪৭, তানভীর ২০, ইমরুল ১৯; শহীদ ৩/৩৪, প্রসন্ন ২/১৫)। ফল ॥ ঢাকা ডায়নামাইটস ৩৩ রানে জয়ী। ম্যাচসেরা ॥ মেহেদী মারুফ চট্টগ্রামে বিপিএলের টিকেট মূল্য চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) দ্বিতীয় পর্ব চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ১৭-২২ নবেম্বর মোট ১১ ম্যাচ অনুষ্ঠিত হবে বন্দরনগরীর এ ভেন্যুতে। বিপিএল গবর্নিং কাউন্সিল সোমবার ঘোষণা করেছে চট্টগ্রাম পর্বের টিকেট মূল্য। গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটি টিকেট ২০০০, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড এবং পূর্ব ও পশ্চিম ক্লাব হাউসের টিকেট ৫০০, পশ্চিম গ্যালারি ৩০০ ও পূর্ব গ্যালারির টিকেট ২০০ টাকা। তবে ২০ নবেম্বর একমাত্র ম্যাচের দিন গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ হসপিটালিটি ১০০০, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড এবং পূর্ব ও পশ্চিম ক্লাব হাউসের টিকেট ৩০০, পশ্চিম গ্যালারি ১৫০ ও পূর্ব গ্যালারির টিকেট ১০০ টাকায় পাওয়া যাবে।
×