ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুপারমুন উপভোগ করল বিশ্বের কোটি মানুষ

প্রকাশিত: ০৫:৪১, ১৫ নভেম্বর ২০১৬

সুপারমুন উপভোগ করল বিশ্বের কোটি মানুষ

জনকণ্ঠ ডেস্ক ॥ গত প্রায় সত্তর বছরের মধ্যে পৃথিবীর কাছাকাছি এতবড় আর উজ্জ্বল চাঁদ দেখা যায়নি। সোমবার রাতে সুপারমুন নামে পরিচিত এই বড় ও উজ্জ্বলতম চাঁদের দেখা মেলে। পৃথিবীর খুব কাছে চলে আসায় খালি চোখেই দেখা যায় এই চাঁদ। বিজ্ঞানীরা বলছেন, অন্য সময়ের তুলনায় সোমবার রাতে এই চাঁদ ১৪ শতাংশ বড় দেখায়। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলেছে, ১৯৪৮ সালের পর সোমবার রাতে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে। এ সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ছিল মাত্র ৩ লাখ ৫৬ হাজার ৫শ’ ৯ কিলোমিটার। তাই নাসা এ ঘটনাকে এক্সট্রা-সুপারমুন বলছে। পাশাপাশি একই সঙ্গে সোমবার দিনের বেলায় এই চাঁদ ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। খবর বিবিসি ও এএফপির। পরবর্তী চাঁদের এমন রূপ দেখতে অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত। সোমবার পৃথিবী আর চাঁদের মধ্যকার দূরত্ব প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে আসে। তবে এ সুপারমুন সবচেয়ে ভালভাবে দেখেছে উত্তর আমেরিকার মানুষ। বিজ্ঞানীরা বলছেন, এমন অবস্থার সৃষ্টি হয় কেবল তখনই, যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে। সৌর পরিবারের গ্রহ পৃথিবী আর পৃথিবীর উপগ্রহ চাঁদের গড় দূরত্ব তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার। তবে গতকাল সেটি প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে যায়। সোমবার রাতে সুপারমুন উপভোগ করতে সিডনি, সাংহাই, হংকং, নিউইয়র্ক, বেজিং, মালয়েশিয়ার পুত্রজায়া, জাপানের কয়েক শহর, নমপেন ও তাইপেসহ অন্যান্য শহরে লাখ লাখ মানুষ জড়ো হয়। খবরে বলা হয়েছে, এশিয়ার বিভিন্ন দেশেও চাঁদকে স্পষ্ট দেখা যায়। সুপারমুন কী? সুপারমুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে ‘পেরিগি মুন’। পেরিগি অর্থ হচ্ছে ‘পৃথিবীর নিকটতম’। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন একে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসায় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমার চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়।
×