ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

২২ ডিসেম্বর না’গঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন

প্রকাশিত: ০৫:৪১, ১৫ নভেম্বর ২০১৬

২২ ডিসেম্বর না’গঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। দলীয় ভিত্তিতে সিটি কর্পোরেশন প্রথম নির্বাচন হবে এটি। সোমবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীরা ২৪ নবেম্বর বৃহস্পতিবার অফিস চলাকালীন সময় পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ২৬ ও ২৭ নবেম্বর প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে। তবে মনোনয়নপত্র দাখিল করেও শেষ পর্যন্ত যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান তাদের প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারিত করা হয়েছে ৪ ডিসেম্বর রবিবার। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নির্বাচন কমিশনের উপসচিব মোঃ নুরুজ্জামান তালুকদারকে। তবে বাছাইয়ে যাদের মনোনয়নপত্র বাতিল করা হবে তারা কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। এজন্য বাছাই শেষে আগামী ২৮ থেকে ৩০ নবেম্বরের মধ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপীল দাখিল করতে পারবেন। বিভাগীয় কমিশনার ১ থেকে ৩ ডিসেম্বরের মধ্যে আপীল নিষ্পত্তি করবেন। প্রধান নির্বাচন কমিশনার জানান এ নির্বাচনে বৈধ প্রার্থীদের মধ্যে ৫ ডিসেম্বর থেকে প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক বরাদ্দ নিয়েই তারা নির্বাচনী প্রচারে নেমে পড়বেন। দলীয় প্রার্থীদের জন্য থাকবে দলের নির্দিষ্ট প্রতীক। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য ইসি কর্তৃক নির্ধারিত প্রতীক বরাদ্দ করা হবে।
×