ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

স্বর্ণময় চক্রবর্তীর শাস্ত্রীয় সঙ্গীতে মুগ্ধ শ্রোতা

প্রকাশিত: ০৫:১৩, ১৫ নভেম্বর ২০১৬

স্বর্ণময় চক্রবর্তীর শাস্ত্রীয় সঙ্গীতে মুগ্ধ শ্রোতা

সংস্কৃতি ডেস্ক ॥ দেশবরেণ্য শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী স্বর্ণময় চক্রবর্তীর একক শাস্ত্রীয় সঙ্গীতে মুগ্ধ হলো দর্শক-শ্রোতা। রাজধানীর ধানম-ির ছায়ানট কালচারাল মিলনায়তনে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রামের ক্ল্যাসিক্যাল মিউজিক স্টুডেন্ট ফোরাম। অনুষ্ঠানে শিল্পীর সঙ্গে তবলা সঙ্গত করেন তবলাশিল্পী প-িত শমর সাহা। অনুষ্ঠানে ভূপালি রাগে খেয়ালের মাধ্যমে পরিবেশনা শুরু করেন স্বর্ণময় চক্রবর্তী । প্রথমে বিলম্বিত অংশে ‘সাজন তুম কাহা গেই অবহুনা আয়ে। তুম বিনা রহন না যায় তড়ফত জিয়’ একতাল বিলম্বিত লয়ে। এরপর দ্রুত ত্রিতালে ‘মেহেন্দি লাগা দেরে সখী বৈঁয়া সখীয়া খেলত সঙ্গে নাচে বিরঙ্গে চুপিয়া বোলাবে পিয়া ঘর সৈঁয়া’, ভূপালি শেষে রাগ শিবরঞ্জনি। ত্রিতাল মধ্যলয়ে খেয়াল ‘যোগীজন আঈরে মোরি ঘর বিনতি করত হুঁ পৈঁয়া পড়িরে’ গাইলেন। এরপর কাফি রাগে ঠুমরি ও সবশেষে বাংলা রাগ প্রধান গানে শেষ হয় একক পরিবেশনা। একের পর এক যেন সুধারসে সিক্ত হন উপস্থিত দর্শক-শ্রোতারা। প-িত শমর সাহার অনবদ্য তবলা, সালাউদ্দিন মাহমুদের হারমোনিয়াম এবং তানপুরায় দীপ্তি সমদ্দার ও নাজমুল হকের সঙ্গতও ছিল মোহনীয়। এদিকে সঙ্গীত সন্ধ্যা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রাশিদা খানম। বক্তব্য রাখেন অধ্যাপক এবিএম নুরুল আনোয়ার, নাট্যজন চঞ্চল চৌধুরী, সরগম সম্পাদক রওনাক হোসেন, ফোরাম সম্পাদক রাজীব দাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌসুমী দাশ গুপ্তা।
×