ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএনসিসির ৩শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৫:১২, ১৫ নভেম্বর ২০১৬

ডিএনসিসির ৩শ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেত এলাকায় সোমবার উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ অভিযানে প্রায় ৩০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। খিলক্ষেত রেলগেট হতে পূর্বদিকে এবং রাস্তার উত্তর ও দক্ষিণ দু’পাশে প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে অভিযান পরিচালনাকালে ফুটপাত দখলকারী এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সময় ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশ এবং পচা খাবার রাখার দায়ে ২ টি রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করে। একইসঙ্গে এদের বিরুদ্ধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর অধীনে ২ টি মামলাও করা হয়। হয়। এ ছাড়া ফুটপাথসহ রাস্তা চিহ্নিত করে সেখানে অবৈধ স্থাপনা না রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। শহীদ দীপন সরণি স্টাফ রিপোর্টার ॥ দুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপনের নামে নামকরণ করা হচ্ছে রাজধানীর শাহবাগ-কাঁটাবন চৌরাস্তা সড়ক। সড়কটির নাম হচ্ছে ‘শহীদ দীপন সরণি সড়ক’। সোমবার দুপুরে দীপন স্মৃতি সংসদের সদস্যরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সঙ্গে দেখা করে এ দাবি করলে মেয়র তাদের দাবির প্রতি সম্মতি জ্ঞাপন করেন।
×