ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ০৫:১২, ১৫ নভেম্বর ২০১৬

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৩ নবেম্বর রবিবার দৈনিক জনকন্ঠ পত্রিকার প্রথম পাতায় ‘মীর কাশেমের রয়েল ডেনিম কোম্পানির হাতবদল রহস্যজনক’ শীর্ষ সংবাদের প্রতিবাদ জানিয়েছে রয়েল ডেনিম লিমিটেড। প্রকাশিত সংবাদটি সত্য নয় উল্লেখ করা বলা হয়, কুমিল্লা ইপিজেডস্থ রয়েল ডেনিম লিঃ ২০০৭ সাল থেকে গত ১০ বছর অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে ডেনিম কাপড় উৎপাদন করে রফতানি আয়ের মাধ্যমে দেশজ উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখছে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে কখনই মীর কাশেমের কোনরূপ সংশ্লিষ্টতা ছিল না এবং সেই সংশ্লিষ্ট কোন অযাচিত কাজে অর্থ যোগানের প্রশ্নই ওঠে না। প্রতিবেদকের বক্তব্য ॥ ২০১৪ সালে ১৫ জুন রয়েল ডেনিমের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, মানবতাবিরোধী অপরাধে ফাঁসিতে দ-িত মীর কাশেম আলীর ভাই মীর হাসান আলী ছিলেন রয়েল ডেনিমের চেয়ারম্যান। পরবর্তী সময়ে কোম্পানির শেয়ার ক্রয়ের মাধ্যমে পরিচালনা পর্ষদে যুক্ত হন এ এম সাইদুর রহমান, এ কে এম মোস্তাফিজুর রহমান ও সালমান হায়দার চৌধুরী।
×