ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সায়মা ওয়াজেদকে বিএনসিইউয়ের চেয়ারম্যানের অভিনন্দন

প্রকাশিত: ০৫:১১, ১৫ নভেম্বর ২০১৬

সায়মা ওয়াজেদকে বিএনসিইউয়ের চেয়ারম্যানের অভিনন্দন

অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুল আগামী দু’বছরের জন্য ইউনেস্কো আমির জাবের আল আহমদ আল সাবাহ পুরস্কার সংক্রান্ত আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের (বিএনসিইউ) চেয়ারম্যান ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিনন্দন জানিয়েছেন। খবর বাসসর। সোমবার এক বিবৃতিতে নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ইতোমধ্যে অটিজম বিষয়ক পরিস্থিতি উন্নয়নে অবদান রেখে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ের এ ধরনের সম্মানজনক জুরি বোর্ডের সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে সায়মা ওয়াজেদ পুতুল দেশের জন্যও বিরাট সম্মান বয়ে এনেছেন। পৃথক বিবৃতিতে বিএনসিইউর মহাসচিব ও শিক্ষা সচিব মোঃ সোহরাব হোসাইন এবং বিএনসিইউর সচিব মোঃ মনজুর হোসেন অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ পুতুলকে অভিনন্দন জানিয়েছেন। রিশা হত্যায় ওবায়দুলের বিরুদ্ধে চার্জশীট কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা (১৪) হত্যা মামলায় ঘাতক ওবায়দুল হকের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন গতকাল সোমবার ঢাকা সিএমএম আদালতে এই চার্জশীট দাখিল করেন। গত ১ সেপ্টেম্বর ওবায়দুলের ৬ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে আদালত। ৫ সেপ্টেম্বর আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় ওবায়দুল। হামলার পর রিশার মা তানিয়া রাজধানীর রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় এবং দ-বিধির ৩২৪/৩২৬/৩০৭ ধারায় হত্যাচেষ্টা ও গুরুতর আঘাতের অভিযোগে একটি মামলা করেন। রিশা নিহত হওয়ার পর হত্যার অভিযোগে ৩০২ ধারা সংযোজন করা হয়।
×