ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্ব ডায়াবেটিস দিবসে বিএসএমএমইউতে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান

প্রকাশিত: ০৫:১১, ১৫ নভেম্বর ২০১৬

বিশ্ব ডায়াবেটিস দিবসে বিএসএমএমইউতে র‌্যালি ও আলোচনা অনুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিএসএমএমইউতে উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের চিকিৎসাসেবা, চিকিৎসাশিক্ষা, গবেষণা কার্যক্রম এগিয়ে চলছে। দেশের সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন সংবাদ পত্রিকাসহ গণমাধ্যম আজ একটি গৌরবের জায়গায় রয়েছে। তিনি বলেন, বিএসএমএমইউর মেডিসিন এন্ডোক্রাইনোলজি (ডায়াবেটিস এ্যান্ড হরমোন) বিভাগের ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে এবং ডায়াবেটিক রোগীদের চিকিৎসাসেবায় কাজ করে যাচ্ছে। প্রতিদিন এ বিভাগটির বহির্বিভাগে প্রায় আড়াই শত রোগী চিকিৎসাসেবা নিচ্ছেন। পরিবেশ দূষণ, উচ্ছৃঙ্খল ও অনিয়ন্ত্রিত জীবন-যাপন ডায়াবেটিকে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সুশৃঙ্খল জীবন-যাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিএসএমএমইউর বহির্বিভাগ-১নং ভবনে সোমবার সকাল সাড়ে ৯টায় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপাচার্য এসব কথা বলেন। ‘ডায়াবেটিসের ওপর নজর রাখুন, সুগার টেস্ট করে সুস্থ থাকুন’ প্রতিপাদ্যকে নিয়ে এ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ডোক্রাইনোলজি (ডায়াবেটিস এ্যান্ড হরমোন) বিভাগের উদ্যোগে আয়োজিত এ আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডাঃ এএসএম জাকারিয়া (স্বপন), কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল প্রমুখ। বিএসএমএমইউ সরস্বতী পূজা উদযাপন পরিষদের জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত ॥ বিএসএমএমইউ সরস্বতী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার দুপুর ১টায় সি ব্লকের ৭ম তলায় নাক কান গলা বিভাগের ক্লাসরুমে এক জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ নকুল কুমার দত্ত। ডায়াবেটিস দিবস পালিত ॥ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সকল মেডিক্যাল কলেজ, মেডিক্যাল কলেজ হাসপাতাল, পরিচালক স্বাস্থ্য (সকল বিভাগ), সকল সিভিল সার্জন অফিস, জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। -বিজ্ঞপ্তি
×