ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চসিকের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে ॥ মেয়র

প্রকাশিত: ০৪:১৬, ১৫ নভেম্বর ২০১৬

চসিকের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় আনা হবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলে নির্মাণ করা হবে বহুতল ভবন। শিক্ষক স্বল্পতা নিরসনে শিক্ষক নিয়োগ দেয়া হবে। বছরে ৪২ কোটি টাকা ভর্তুকি দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, যা অন্য কোন কর্পোরেশন করে না। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন সোমবার নগরীর শেরশাহ কলোনিতে অবস্থিত ইমারাতুননেছা সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেনের ক্লোজ সার্কিট ক্যামেরা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অভিভাবক, ছাত্র-শিক্ষক সমাবেশে এসব কথা বলেন। তিনি বলেন, ২০১৭ সালে কর্পোরেশন পরিচালিত ৬টি কিন্ডারগার্টেন স্কুলে প্লে গ্রুপ চালু করা হবে। সিটি কর্পোরেশনের শিক্ষা ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী। ইমারাতুননেছা সিটি কর্পোরেশন কিন্ডারগার্টেনের অধ্যক্ষ ফাতেমা সায়কা আজাদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেনÑ চসিক প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, সাবেক কমিশনার ফরিদ আহমদ চৌধুরী, ইমারাতুননেছা সিটি কর্পোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আরা বেগম প্রমুখ। ছিনতাইকৃত ৭০ লাখ টাকা উদ্ধার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ইউনিলিভার বাংলাদেশের ৭০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ছিনতাইকারী কাওসার আহমদ ও আইনুল হককে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। সোমবার সিলেটের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করে। ৭০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা এবং শাহপরাণ থানায় অস্ত্র মামলা হয়েছে। কোতোয়ালি থানা সূত্র জানায়, ইউনিলিভারের সিলেট অঞ্চলের ডিস্ট্রিবিউটর মুহিবুর রহমান বাদী হয়ে রবিবার রাতে থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলায় ঘটনার মূল হোতা মোস্তাকিম আহমদ সুজন এবং গ্রেফতার সিলেটের জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে আইনুল হক এবং সিলেটের লামাকাজীর চানপুর গ্রামের মজর আলীর ছেলে কাওসার আহমদসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
×