ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুই গৃহবধূসহ তিন খুন ॥ এক লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:১৬, ১৫ নভেম্বর ২০১৬

দুই গৃহবধূসহ তিন খুন ॥ এক লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছে স্ত্রী। উল্লাপাড়ায় হত্যা করা হয়েছে গৃহবধূকে। লক্ষ্মীপুরে পুলিশ উদ্ধার করেছে যুবকের লাশ। নিতাইগঞ্জে খুন হয়েছে শ্রমিক। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : নওগাঁ ॥ পারিবারিক কলহের জের ধরে সোমবার বেলা সাড়ে ১১টায় পোরশায় পিঠে ছুরিকাঘাত করে সায়রা বেগম (২২) নামে গৃহবধূকে নির্মমভাবে খুন করেছে পাষ- স্বামী মাসুদ। হত্যার পর ঘাতক স্বামী মাসুদ পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গৃহবধূ সায়রা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট বজরাটেক এলাকার সিরাজুল ইসলামের মেয়ে। তার বাবা গরিব হওয়ায় ছোটবেলা থেকে পোরশা উপজেলার গবিরাগুরি দক্ষিণ পুরইল গ্রামের নূরজাহান তাকে লালন-পালন করেন। সাড়ে তিন বছর আগে পতœীতলা উপজেলার ভাবিচা গ্রাামের জামালের ছেলে মাসুদের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। এক বছর আগে একটি কন্যাসন্তানও জন্ম নেয় তাদের ঘরে। গত কয়েকদিন আগে সায়রা পালিত মা নূরহাজানের বাড়ি চলে আসে। স্বামীর বাড়ি ফিরে না যাওয়ায় সোমবার সকালে মাসুদ নূরহাজানের বাড়ি গিয়ে কোনোকিছু বুঝে ওঠার আগেই পিঠে ধারালো চাকু মেরে তাকে হত্যা করে। সিরাজগঞ্জ ॥ উল্লাপাড়ায় পারিবারিক কলহের জের ধরে সালমা খাতুন (২২) নামের গৃহবধূকে স্বামী মামুন হোসেন শ্বাসরোধে হত্যা করেছে। ঘটনার পর থেকে মামুন পলাতক রয়েছে। জানা যায়, মামুন প্রেমের সম্পর্ক করে সালমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। গত কয়েক মাস আগে তার ভরণ-পোষণ নিয়ে বিরোধে মামলাও হয়। এ নিয়ে সুরাহার পর সালমাকে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লার আবুল কাশেমের বাড়ি ভাড়া করে দেড় মাস ধরে তারা বসবাস করছিল। তবে প্রায়ই কলহ লেগে থাকত। শনিবার গভীর রাতে একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। রবিবার সকালে এলাকাবাসী নিহতের ঘরের ভেতর লাশটি গলায় রশি দিয়ে ঝোলানো অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেয়। লক্ষ্মীপুর ॥ রাজিব হোসেন রাজু (২১) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার চররুহিতা গ্রামের কাঞ্চনী বাজারের অদূরে বেঁড়িবাধসংলগ্ন নুরুল ইসলাম হাওলাদার বাড়ির সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজু ওই গ্রামের প্রবাসী নুর নবীর ছেলে। সে চট্টগ্রামে পিকআপভ্যান চালাত বলে জানিয়েছে পরিবারের লোকজন। স্বজনরা জানায়, রবিবার রাত এগারোটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি রাজু। সোমবার সকালে সুপারি বাগানের ভেতরে আমগাছে রাজুর মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নারায়ণগঞ্জ ॥ নিতাইগঞ্জের নলুয়াপাড়া এলাকায় সুজন মিয়া (১৫) নামের শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার রাতে সুজনকে তুলে নিয়ে গিয়ে সন্ত্রাসীরা মাঠের মধ্যে আটকে রেখে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সুজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোমবার সকালে তার মৃত্যু হয়। সুজন নিতাইগঞ্জে পাটের পুরনো চটের বস্তা মেরামতের কাজ করত। নিহত সুজন শহরের বাবুরাইল ঋষিপট্টি এলাকার সিরাজ মিয়ার ছেলে। পুলিশ জানায়, রবিবার রাতে সুজন কাজ শেষে বোনের বাড়ি বেড়াতে আসে। রাত বারোটার দিকে বোনের বাড়ির সামনে থেকে তার সহকর্মী সানি ডেকে নিয়ে যায়।
×