ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ৫

প্রকাশিত: ০৪:১৬, ১৫ নভেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ মাদারীপুরে গৃহবধূ, গাইবান্ধায় স্কুলছাত্রী, খাগড়াছড়িতে ট্রাক্টর চালক, রাঙ্গামাটিতে সরকারী কর্মচারী ও কলাপাড়ায় রাসভক্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : মাদারীপুর ॥ সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার পাচ্চরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মোটরসাইকেলের চাপায় নাসিমা বেগম (৪০) নামের গৃহবধূ নিহত হয়েছেন। তিনি শিবচরের বন্দরখোলা ইউনিয়নের ইজ্জত আলী বেপারীকান্দি গ্রামের জাহাঙ্গীর শেখের স্ত্রী। গাইবান্ধা ॥ সদর উপজেলার দারিয়াপুর বাজার এলাকায় গাইবান্ধা-ধর্মপুর সড়কে সোমবার দুপুরে মহেন্দ্র ট্রাক্টরের নিচে চাপা পড়ে আশিকা খাতুন (৭) নামের স্কুলছাত্রী নিহত ও দু’জন আহত হয়েছে। নিহত আশিকা ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। সে দারিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল টিফিনের সময় শিক্ষার্থীরা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী মাটিকাটার মাহেন্দ্র ট্রাক্টর তিন স্কুল শিক্ষার্থীকে চাপা দেয়। খাগড়াছড়ি ॥ সদরের কমলছড়ি এলাকায় বালুরছড়া এলাকা থেকে বালু বহন করতে গিয়ে ট্রাক্টার উল্টে ঘটনাস্থলেই চালক সবুর মিয়া (২০) নিহত হয়েছেন। সোমবার সকাল ৬টার দিকে কমলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুর জেলা সদরের গঞ্জপাড়া এলাকার শাহাজান মিয়ার ছেলে। রাঙ্গামাটি ॥ কাউখালী উপজেলার সাপছড়ি এলাকায় সোমবার ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে মাসুদুর রহমান (৩৬) নিহত হয়েছেন। জানা গেছে, কাপ্তাই উপজেলার তথ্য অফিসের সাইন অপারেটর সরকারী কর্মচারী মাসুদুর রহমান প্রতিদিনের মতো রাঙ্গামাটি শহরের কাঁঠালতলী এলাকার বাসা থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা দিয়ে সাপছড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিয়ে তাকে রাস্তায় ফেলে দেয়। এ সময় তার উপর দিয়ে ট্রাকটি চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কলাপাড়া ॥ চলন্ত মোটরসাইকেলের পেছন থেকে ছিটকে পড়ে মারা গেছেন রাসভক্ত সুকমল মাঝি (২২)। সোমবার সকালে কলাপাড়ার শেখ কামাল সেতুর নীলগঞ্জ অংশের সংযোগ সড়কের বাঁকে এ দুর্ঘটনা ঘটে। কুয়াকাটায় রাস উৎসব থেকে ফেরার পথে সুকমল দুর্ঘটনায় পতিত হয়। তাকে শঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বরিশাল শেবাচিমে নেয়ার পথে সুকমল মারা যায়। সুকমলের বাড়ি বরগুনায়।
×