ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে সংঘর্ষে নিহত এক ॥ আহত ২০

প্রকাশিত: ০৪:১৫, ১৫ নভেম্বর ২০১৬

রূপগঞ্জে সংঘর্ষে নিহত এক ॥ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৪ নবেম্বর ॥ বালুর ব্যবসাসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের ধাওয়া পাল্টাধাওয়া, সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে সৈনিকলীগের সভাপতি তারা মিয়া (৩৮) নিহত হয়েছেন। এ সময় নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। দুটি বাড়িঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। সোমবার দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় ঘটে এ ঘটনা। তারা মিয়া মুড়াপাড়া ইউনিয়নের বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি। এ ঘটনায় নজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলখালী ও আশপাশের এলাকার বালুর ব্যবসা থেকে শুরু করে আধিপত্য বিস্তার নিয়ে বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি তারা মিয়াসহ তার লোকজনের সঙ্গে অপর আওয়ামী লীগ নেতা আইবুর মিয়া, আক্তার হোসেন চুন্নু, বিল্লাল মুন্সী, শিপন এবং তাদের লোকজনের বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে দুপুর ২টার দিকে আইবুর মিয়াসহ তার লোকজন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তারা মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তারা মিয়াসহ তার লোকজনও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজনই ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের তারা মিয়া, নয়ন মিয়া, সুমন, হোসেন মিয়া, সুরুজ মিয়া, আকাশ, পাপ্পু, খোকন, আনোয়ার হোসেন, ফাতেমা, মাসুদা বেগম, পলি আক্তার, আফসানা আক্তার, রাহিমা বেগমসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে তারা মিয়াকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। সংঘর্ষ চলাকালীন দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মালপত্র লুট করা হয় বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। আশপাশের হাটবাজারের দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। পরে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে তারা মিয়া নিহত হয়েছেন এমন সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী মুড়াপাড়া-ভুলতা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। নিহতের চাচাত ভাই সুমন মিয়া জানান, আইবুর মিয়া, আক্তার হোসেন চুন্নু, বিল্লাল মুন্সী, শিপনসহ তাদের লোকজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মাদক ব্যবসা করায় এদের বিরুদ্ধে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছের কাছে অভিযোগ করেন তারা মিয়া। এতে ক্ষিপ্ত হয়ে মাদক বিক্রেতারা তারা মিয়াকে হত্যা করে।
×