ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বোয়ালমারীতে আদিবাসী শিশুকে ধর্ষণ

প্রকাশিত: ০৪:১৫, ১৫ নভেম্বর ২০১৬

বোয়ালমারীতে আদিবাসী শিশুকে ধর্ষণ

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১৪ নবেম্বর ॥ ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার মধ্যকামারগ্রামে ৬ বছর বয়সী এক সংখ্যালঘু আদিবাসি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষক পার্শবর্তী লিয়াকত বিশ্বাসের ছেলে ওহিদ বিশ্বাস। সে পেশায় নসিমন চালক ও দুই সন্তানের জনক। সোমবার সকাল ১১টার দিকে ওহিদ বিশ্বাস তার বাড়িতে এ ঘটনা ঘটায়। ঘটনার পর থেকে ওহিদ পলাতক। শিশুটিকে রক্তাক্ত অবস্থায় প্রথমে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মাহাবুবুল হক সজল, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। ডাঃ মাহাবুবুল হক সজল জানান, শিশুটির গোপনাঙ্গে জখমের চিহ্ন রয়েছে এ কারণে তার প্রচুর রক্তপাত ঘটে। মিড ডে মিল উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১৪ নবেম্বর ॥ চুয়াডাঙ্গায় খেজুরা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে বিদ্যালয়ে ৩২০ শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমেন্দ্রনাথ পোদ্দার। এর আগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সিদ্দিক আহমেদ জোয়ারদার। রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোমেনা খাতুন এ্যানি। দুর্নীতি প্রতিরোধে সভা নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১৪ নবেম্বর ॥ দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌফিকুর রহমান। বক্তব্য রাখেন, শিক্ষা অফিসার জয়নাল আবেদীন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আবু সাইদ আজমল হোসেন।
×