ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্থাভাবে পটুয়াখালীই যেতে পারছে না

মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েও জাহিদের চোখে অন্ধকার

প্রকাশিত: ০৪:১৪, ১৫ নভেম্বর ২০১৬

মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েও জাহিদের চোখে অন্ধকার

সমুদ্র হক, বগুড়া অফিস ॥ দারিদ্র্য জয় করে মেধাবী জাহিদুর রহমান ডাক্তারী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও স্বপ্নসাধ পূরণ না হওয়ার শঙ্কায় অনিশ্চিত ভবিষ্যতের পথে হাঁটতে হচ্ছে। অন্ধ ও সহায় সম্বলহীন বাবা আজিজার রহমানের পক্ষে সন্তানের ডাক্তারী পড়ার খরচ বহন করা সম্ভব নয়। যে মেধাবী জাহিদুরের চোখে মুখে ছিল স্বপ্ন এখন সে দেখতে পায় চলার পথ রুদ্ধ। জাহিদুরের বাড়ি বগুড়া সদরের এরুলিযা গ্রামের জিলাদার পাড়ায়। বাবা আজিজার রহমানের বসতভিটা জমিজমা নদীগর্ভে যাওয়ার পর বাস্তুহারা হয়ে আশ্রয় নেয় সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামে। সেখান থেকে এক সময় চলে আসেন বগুড়া সদরের গ্রামে। এক অসুখে তিনি অন্ধ হয়েছেন। আজিজারের চার সন্তানের মধ্যে জাহিদুর ছাড়া বাকিরা কেউ রিক্সা চালায় কেউ কাঠ মিস্ত্রি। মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে তিনি দ্বিতীয় ছেলে জাহিদুরকে লিখাপড়া শিখিয়েছেন। জাহিদুর বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে এ বছর মেধা তালিকায় পটুয়াখালী মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। তার ইচ্ছা ডাক্তার হয়ে সে সেবার হাত প্রসারিত করবে। যাতে গ্রামের দুঃখী মানুষেরা চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে না মরে। তার এমন স্বপ্ন বিফল হওয়ার পথে। তার পরিবার এখন এতটাই দরিদ্র যে অন্য ভাই যারা রোজগার করতে পারে তারা বিয়ে থা করে আলাদা হয়েছে। ছোট ভাই এবারের পিএসসি পরীক্ষার্থী। এই অবস্থায় কি করবে জাহিদুর! সে বলল, তার চোখে এখন দুঃস্বপ্ন। চারদিকে অন্ধকার। ডাক্তারী পড়া তো দূরে থাক পটুয়াখালী যে যাবে সেই অর্থও নেই। তার আকুল আবেদন এমন কি কেউ নেই, দরিদ্র ঘরে দীপ জ্বালাতে পাশে এসে দাঁড়ায়! ঝালকাঠিতে আট হুজি সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৪ নবেম্বর ॥ নলছিটি থানা পুলিশ সাজাপ্রাপ্ত আট হুজি সংগঠনের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে নলছিটি উপজেলার আমিরাবাদ স্কুলের সামনে থেকে টহল পুলিশ তাদের গ্রেফতার করে। এরা হলো খুলনার ডুমুরিয়া এলাকার আবু বকর, রাজৈর এলাকার মিনহাজুল আবেদিন, গোপলগঞ্জের মোকসেদপুর এলাকার কারী সিরাজুল ইসলাম, নলছিটির সরমহল গ্রামের আবুল বাসার মৃধা, মালুহার গ্রামের নুরুল ইসলাম, একই এলাকার বাকি বিল্লাহ, হারদল গ্রামের সোহাগ হাওলাদার এবং কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের জোবায়ের শাহীন। ২০১৩ সালে ১৩ আগস্ট নলছিটি উপজেলার সুবিদপুর এলাকার মসজিদে নাশকতার উদ্দেশ্যে একত্রিত হয়ে ছিল।
×