ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৮ কোম্পানির পরিচালকদের ১০ শতাংশ শেয়ার নেই

প্রকাশিত: ০৪:০৫, ১৫ নভেম্বর ২০১৬

৮ কোম্পানির পরিচালকদের ১০ শতাংশ শেয়ার নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ থাকলেও ৪৪টি কোম্পানি তা মানছে না। এর মধ্যে ৮ কোম্পানির পরিচালকদের হাতে ১০ শতাংশের নিচে অবস্থান করছে। জানা যায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডস, এটলাস বাংলাদেশ, ইনটেক লিমিটেড, ফুয়াং ফুডস, ইউনাইটেড এয়ারওয়েজ, বিডি ওয়েল্ডিং, আইএফআইসি ব্যাংক এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণ মোট শেয়ারের ১০ শতাংশের নিচে অবস্থান করছে। ফাইন ফুডের পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ১.০৬ শতাংশ শেয়ার। এটলাস বাংলাদেশের পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ১.২২ শতাংশ শেয়ার। বাকি শেয়ারগুলোর মধ্যে সরকারের কাছে ৫১ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.১৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৬.৬১ শতাংশ শেয়ার। ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ২.৫৫ শতাংশ শেয়ার। ওয়াং ফুডসের পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৪.৭৬ শতাংশ শেয়ার। বাকি শেয়ারগুলোর মধ্যে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৮.১৪ শতাংশ, বিদেশীদের কাছে ০.০১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৭৭.০৯ শতাংশ শেয়ার। ইউনাইটেড এয়ারের পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫.০২ শতাংশ শেয়ার। বাকি শেয়ারগুলোর মধ্যে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭.৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৭৭.৫৫ শতাংশ শেয়ার। বিডি ওয়েল্ডিংয়ের পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৫.০৪ শতাংশ শেয়ার। আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৮.৪৮ শতাংশ শেয়ার। সুহৃদ ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের কাছে রয়েছে ৯.৪১ শতাংশ। তথ্যানুসন্ধানে জানা যায়, ২০১১ সালের ২২ নবেম্বর বিএসইসির ধারা ২ সিসি অর্পিত ক্ষমতাবলে অধ্যাদেশ-১৯৬৯ (১৯৬৯-এর ধারা) প্রজ্ঞাপন জারিতে বলা হয় পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণের বাধ্য-বাধকতা পূরণ করতে হবে। তারপরও তালিকাভুক্ত ৪৪ কোম্পানির পরিচালকরা ৩০ শতাংশের কোটা পূরণ করছে না। এর মধ্যে উল্লিখিত ৮ কোম্পানির অবস্থা খুবই করুণ। যদিও এসব কোম্পানির পরিচালকরা শেয়ার ধারণে ব্যর্থ হওয়ায় মূলধন বৃদ্ধি করতে রাইট শেয়ার বা রিপিট পাবলিক অফারের (আরপিও) আবেদন করতে পারবে না। কিন্তু বন্ড ছাড়ার মাধ্যমে মূলধন উত্তোলনের সুযোগ রয়েই গেছে।
×