ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট হিসেবে বেতন নেবেন না ট্রাম্প

প্রকাশিত: ০৪:০৩, ১৫ নভেম্বর ২০১৬

প্রেসিডেন্ট হিসেবে বেতন নেবেন না ট্রাম্প

রিপাবলিকান দলের ধনকুবের ডোনাল্ড ট্রাম্প রবিবার প্রচারিত এক সাক্ষাতকারে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি বেতন নেবেন না। মার্কিন প্রেসিডেন্টের বেতন হচ্ছে বছরে চার লাখ ডলার। খবর এএফপির। গত সেপ্টেম্বরে এক নির্বাচনী প্রচারে দেয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে বলেন, আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কোন বেতন নেব না। তবে তিনি বলেন, আমি মার্কিন প্রেসিডেন্টের বেতন বছরে মাত্র এক ডলার ধরে তা নেয়ার কথা ভাবছি। প্রেসিডেন্ট হিসেবে কোন ছুটিও নিব না। ট্রাম্প আরও বলেছেন, তার দেশে সমকামী বিয়ের আইন তিনি বাতিল করতে চান না। অনুষ্ঠানে সমকামী বিয়ে সম্পর্কে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে সমকামী বিয়ের আইন রয়েছে। সর্বোচ্চ আদালতে এটা মীমাংসিত। আমি বোঝাতে যাচ্ছি, এটা তো আছে। তিনি বলেন, আমি এটা সমর্থন করি। এতে আমার আপত্তি নেই। জীবনের প্রথম অস্কার... অবশেষে হাতে উঠে এলো বহু প্রতীক্ষিত অস্কার। ফিল্ম দুনিয়ায় ৫৬ বছরের নিরলস কর্মজীবনে এই প্রথম বিরল সম্মানটি পেলেন জ্যাকি চ্যান। শনিবার বার্ষিক গবর্নরস এ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কার দেয়া হলো এই অভিনেতাকে। অস্কার নেয়ার পর তিনি জানান, আজ থেকে ২৩ বছর আগে সিলভারস্টার স্ট্যালোনের বাড়িতে অস্কার দেখার পরই তার মনে হয় এই সম্মান একদিন তাকেও পেতে হবে। ফিল্ম -এএফপি যেন অস্ট্রেলিয়ার মানচিত্র! সূর্যাস্তের সময় গাছের আড়ালে থাকা সাগরপাড়ের ছবিটির দিকে তাকালে মনে হয় যেন কেবল প্রকৃতি নয় অস্ট্রেলিয়ার মানচিত্র দেখা যাচ্ছে। ছবিটি তুলেছেন কেলি ম্যাথিউস নামে এক পর্যটক। পেশায় টেলিফোন অপারেটর কেলি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় শহর ডারউইনের এসপ্ল্যানেডে এক বিয়ের দাওয়াতে গিয়ে ঘুরতে ঘুরতে গাছের ডাল আর পাতার ফাঁকে ডুবতে থাকা সূর্যের ছবিটি তোলেন। -বিবিসি
×