ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধান কৌশলবিদ স্টিভ বেনন

হোয়াইট হাউসের চীফ অব স্টাফ রেইন্স প্রিবাস

প্রকাশিত: ০৪:০৩, ১৫ নভেম্বর ২০১৬

হোয়াইট হাউসের চীফ অব স্টাফ রেইন্স প্রিবাস

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার হোয়াইট হাউসের চীফ অব স্টাফ এবং তার প্রধান কৌশলবিদের নাম ঘোষণা করেছেন। হোয়াইট হাউসের চীফ অব স্টাফ হবেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির সভাপতি রেইন্স প্রিবাস। আর ট্রাম্পের প্রধান কৌশলবিদ ও উর্ধতন উপদেষ্টা হবেন রক্ষণশীল দলের সমর্থক নেতা স্টিভ বেনন। স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রভিত্তিক সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প তার নতুন প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ওই দুই কর্মকর্তার নাম ঘোষণা করেন। রিপাবলিকান পার্টির রেইন্স প্রিবাসের সঙ্গে হাউস স্পীকার পল রায়ানের সম্পর্ক খুব ঘনিষ্ঠ। স্টিভ বেনন রক্ষণশীলপন্থী ব্রাইতবার্ত নিউজ নেটওয়ার্কেরও প্রধান নির্বাহী। ট্রাম্প বলেন, স্টিভ ও রেইন্স যথেষ্ট যোগ্য নেতা। তারা দুজনে মিলে নির্বাচনী প্রচার চালিয়েছেন। আমাদের জয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এখন আমি তাদের দুজনকেই হোয়াইট হাউসে রাখব। আমেরিকাকে উচ্চ মর্যাদায় নিয়ে যেতে আমরা একসঙ্গে কাজ করব। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প ও রিপাবলিকান দলের মধ্যে সেতুবন্ধের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন রেইন্স প্রিবাস। তিনি হাউস স্পীকার পল রায়ানেরও ঘনিষ্ঠ লোক। -এএফপি
×