ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভুয়া খবরের বিরুদ্ধে নামছে ফেসবুক

প্রকাশিত: ১৯:২৫, ১৪ নভেম্বর ২০১৬

ভুয়া খবরের বিরুদ্ধে নামছে ফেসবুক

অনলাইন ডেস্ক॥ ভুয়া খবর বেশি করে প্রচার পাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প সুবিধা পেয়েছেন- এমন অভিযোগ উঠেছে ফেসবুকের বিরুদ্ধে। অবশ্য এ অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তবে ফেসবুকে আসল খবরের ছদ্মবেশে প্রচুর ভুয়া খবর আসার বিষয়টি স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ১০ নভেম্বর আসল তথ্যের আড়ালে ভুয়া খবরগুলোকে আরও বেশি নিয়ন্ত্রণ করার ঘোষণা দেয় ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট অ্যাডাম মোসেরি স্বীকার করেছেন, ফেসবুকে ভুয়া খবরটিই এখন আসল সমস্যা। তিনি বলেন, আমরা ফেসবুকের তথ্যকে খুব গুরুত্ব দিয়ে গ্রহণ করি। আমরা প্রকৃত যোগাযোগকে অধিক গুরুত্ব দিই এবং নিয়মিত ফেসবুক ব্যবহারকারীদের কথা শুনি। ফেসবুকের বিরুদ্ধে যে সমালোচনা হচ্ছে, এ বিষয়টিকে আমরা খুব গুরুত্ব দিয়ে থাকি। নিউজফিডের মধ্যে এ ধরনের ভুয়া খবরের প্রবাহ ঠেকাতে অনেক পদক্ষেপ নিয়েছি। মোসেরি স্বীকার করেছেন, ফেসবুকের আরও অনেক কিছু করার আছে। তাই ভুয়া তথ্য শনাক্ত করার দক্ষতা বাড়ানোর বিষয়টিতে আরও গুরুত্ব দিচ্ছে ফেসবুক। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ তাদের পরিকল্পনা বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
×