ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত: ০৮:৫৯, ১৪ নভেম্বর ২০১৬

২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার ঘোষণা ট্রাম্পের

জনকণ্ঠ ডেস্ক ॥ নির্বাচনে জয়ী হওয়ার পর বিক্ষোভের মধ্যেও অবৈধ অভিবাসীদের বিষয়ে আগের অবস্থানেই রয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস টিভিকে দেয়া এক সাক্ষাতকারে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ২০ থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। অভিবাসীদের নিয়ে বিতর্কিত নানা বক্তব্য দিয়ে সমালোচনার মধ্যেও গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির হিলারি ক্লিনটনকে হারিয়ে জয়ী হন রিপাবলিকান এই প্রার্থী। তার জয়ের পর যুক্তরাষ্ট্রের নানা শহরে সহিংস বিক্ষোভ চলছে, যার মধ্যে অভিবাসীসহ অভিবাসী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনও রয়েছে। সাক্ষাতকারে ট্রাম্প বলেন, আমরা যা করতে যাচ্ছি তা হলো অপরাধী ও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে, অপরাধী চক্রের সদস্য, মাদক ব্যবসায়ী- এ ধরনের প্রচুর লোক রয়েছে, সম্ভবত ২০ লাখ এমনকি এটা ৩০ লাখও হতে পারে, তাদের বের করব। আমরা তাদের দেশ থেকে বের করছি বা জেলে ঢুকাচ্ছি। ‘আমরা তাদের দেশ থেকে বের করতে যাচ্ছি। তারা অবৈধভাবে এখানে আছে।’ সীমান্ত সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একবার এটা করা গেলে ইমিগ্রেশন ব্যুরো ও কাস্টমস এনফোর্সমেন্ট দেশে থেকে বাকি অবৈধ অভিবাসীদের সম্পর্কে ধারণা পাবে।
×